শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৫ মে ২০২৪, ০০:০০

বিএনপির পানি ও স্যালাইন বিতরণ অব্যাহত

স্টাফ রিপোর্টার ॥
বিএনপির পানি ও স্যালাইন বিতরণ অব্যাহত

চাঁদপুরে তীব্র দাবদাহ থেকে জনসাধারণকে স্বস্তি দিতে সাধারণ মানুষের মাঝে বোতলজাত পানি ও খাবার স্যালাইন বিতরণ করেছে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।

৪ মে শনিবার দুপুরে চাঁদপুর শহরের ব্যবসায়িক এলাকা পুরাণবাজার বড় মসজিদ সংলগ্ন চেম্বার ভবন সম্মুখস্থ চৌরাস্তায়, মেয়র রোডে এবং লোহারপুল চত্বরে পথচারী, দিনমজুর, আটো ও রিকশাচালক, খেটে খাওয়া মানুষ, বাসচালক থেকে শুরু করে সকল শ্রমজীবী মানুষের মাঝে বোতলজাত পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়।

চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি এবং জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডঃ নূরুল আমিন খান আকাশ এ কার্যক্রমে নেতৃত্ব দেন। কেন্দ্রীয় নির্দেশনায় বিএনপির এ আয়োজনে প্রায় হাজার মানুষের মাঝে বোতলজাত পানি বিতরণ করা হলো। এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। এর আগে শহরের নতুনবাজারসহ বিভিন্ন এলাকায় গত দুদিন বিএনপির পক্ষ থেকে খাবার পানি বিতরণ করা হয়।

চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি বলেন, সাধারণ মানুষ পথচারীদের তৃষ্ণা নিবারণের জন্যে আমরা বোতলজাত পানি ও খাবার স্যালাইন বিতরণ করছি। যতোদিন পর্যন্ত তীব্র দাবদাহ থাকবে ততোদিন আমাদের পানি বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে।

আক্তার মাঝি বলেন, বিএনপি জনগণের দল। তাই গরমের মৌসুমে এই তীব্র দাবদাহে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্যে সামান্য প্রচেষ্টা। বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের অনেকেই এখানে উপস্থিত আছেন। সামনে আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। পাশাপাশি আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য ও মুক্তি কামনা করি। আমাদের নেতা শেখ ফরিদ আহমেদ মানিক ভাইয়েরও দীর্ঘায়ু কামনা করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়