প্রকাশ : ০৫ মে ২০২৪, ০০:০০
ফরিদগঞ্জে সংবাদপত্র শিল্প ভালো নেই
একমাত্র হকার অসুস্থ, তাই পত্রিকাও বন্ধ!
ফরিদগঞ্জের সংবাদপত্র শিল্প ভালো নেই। উপজেলার একামাত্র হকার অসুস্থ, তাই পত্রিকাও বন্ধ। দীর্ঘদিন ধরে হকার সংকট এবং পত্রিকা বিক্রি কমে যাওয়ায় উপজেলায় কর্মরত সাংবাদিকদের একমাত্র সংগঠন ফরিদগঞ্জ প্রেসক্লাব উদ্বেগ প্রকাশ করেছে। একে তো হকার সংকট তার উপর একমাত্র হকারও গুরুতর অসুস্থ। এ যেন ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’।
মোঃ ইসমাইল হোসেন বর্তমানে ফরিদগঞ্জ উপজেলার একমাত্র হকার। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ। তার অসুস্থতার কারণে পত্রিকাও বন্ধ। এপ্রিল মাসের ২৪ তারিখে তীব্র গরমের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন। সাংবাদিকদের তিনি জানান, প্রচণ্ড জ্বর এবং শরীর ব্যথার কারণে বিছানা থেকে উঠতে পারছেন না। বাড়িতে থেকেই তিনি চিকিৎসা নিচ্ছেন। এ প্রতিনিধিকে তিনি জানান, ৩ মে তিনি মোটামুটি সুস্থ আছেন। শারীরিক দুর্বলতা কাটলে ২-১ দিনের মধ্যে তিনি ফরিদগঞ্জে আসতে পারবেন এবং পত্রিকা বিক্রি করতে পারবেন।
ইসমাইল হোসেনের বাড়ি লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায় হলেও ফরিদগঞ্জে তিনি একজন অধিক পরিচিত মুখ। কারণ তিনি চার দশক ধরে ফরিদঞ্জে পত্রিকা ব্যবসার সাথে জড়িত রয়েছেন। টানা ৪০ বছর ধরে পত্রিকা বিক্রি করছেন ইসমাইল। কিশোর থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত সাইকেলের প্যাডেল চেপে চেপে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিচ্ছেন খবরের কাগজ। এই ৪০ বছরে অনেক কিছুরই বদল হয়েছে কিন্তু বদল হয়নি ইসমাইলের এই পেশাটি। পেশা যখন নেশায় রূপান্তর হয় তখন তাকে ছাড়া কঠিনই হয়ে পড়ে। তার প্রতিদিনকার সকাল কাটে খবরের কাগজের তাজা গন্ধে। পত্রিকা যেন তার অস্তিত্বের সাথে মিশে গেছে। এই চার দশকে বহু হকার আসছে গেছে, কিন্তু দীর্ঘ সময় এ ব্যবসাটি ধরে আছেন ইসমাইল।