শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৫ মে ২০২৪, ০০:০০

দাসদীতে মায়ের সম্পত্তি দখলের পাঁয়তারা ॥ বোনকে ঘর থেকে বের করার চেষ্টা

এম রহমান ॥
দাসদীতে মায়ের সম্পত্তি দখলের পাঁয়তারা ॥ বোনকে ঘর থেকে বের করার চেষ্টা

চাঁদপুর সদর উপজেলার দাসদী (বাবুরহাট বাজার) গ্রামে ভাই কর্তৃক বড় বোনের সম্পত্তি দখলের পাঁয়তারা করার চেষ্টা করার অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, মান্নান মালের দ্বিতীয় স্ত্রী মমতাজ বেগম মারা যাওয়ার পর তার বসত ঘরে বড় মেয়ে মাকছুদা আক্তার সুখী তার স্বামী মারা যাওয়ায় তিনি বসবাস করে আসছিলেন। কিন্তু তার ছোট ভাই বিপ্লব মাল মায়ের সম্পত্তি দখল করার জন্যে শ্বশুর দুলু মাল ও লোকজন মিলে বোন সুখীকে ঘর থেকে বের করে দিয়ে সম্পত্তি দখলের পাঁয়তারা করে আসছে। এমনকি বোন ও ভাগিনাদের মারধর করে রক্তাক্ত জখম করেছে।

সম্পত্তি রক্ষার জন্যে মাকছুদা আক্তার সুখী চাঁদপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে উভয় পক্ষকে নিয়ে থানায় সালিস হয়। সালিসে সিদ্ধান্ত হয়, সম্পত্তি মেপে যে যেটুকু পাবে সে মোতাবেক সম্পত্তি নিয়ে যাবে। কিন্তু থানা পুলিশের সিদ্ধান্ত অমান্য করে বিপ্লব মাল গত দুদিন ধরে তার শ্বশুর দুলু মালসহ সুখীকে ঘর থেকে বের হওয়াসহ মেরে ফেলার হুমকি দিয়ে আসছে। বর্তমানে সুখী নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ব্যাপারে সুখী প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।

একটি বিশ্বস্ত সূত্র জানায়, বিপ্লব মাল একজন মাদকাসক্ত। পুলিশ মাদকসহ তাকে আটকও করে। সে খারাপ প্রকৃতির হওয়ায় ভয়ে কেউ মুখ খুলে কথা বলতে সাহস পায়নি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়