শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৫ মে ২০২৪, ০০:০০

মতলব উত্তরে মহিলা আওয়ামী লীগের বিশাল সমাবেশে সুবর্ণা চৌধুরী বীণা

যোগ্য প্রার্থী নির্বাচন করলে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে

মাহবুব আলম লাভলু ॥
যোগ্য প্রার্থী নির্বাচন করলে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে

যদি উন্নয়ন চান তাহলে যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে হবে। যোগ্য প্রার্থী নির্বাচন করলে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। আগামী ৮ মে মতলব উত্তর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীকের মোহাম্মদ মানিক দর্জি ও ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতীকের রিয়াজুল হাসান রিয়াজ হলো যোগ্য প্রার্থী। তাই তাদের বিজয়ী করতে হবে।

শনিবার ৪ মে বিকেলে মোহনপুরে মতলব উত্তর উপজেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সুর্বণা চৌধুরী বীণা একথা বলেন।

মহিলা সমাবেশ সফল করতে ১টি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন থেকে ৭-৮ হাজার মহিলা নেতা-কর্মী উপস্থিত হন এবং ঘোড়া ও টিউবওয়েলকে বিজয়ী করতে জোট বাঁধেন।

সমাবেশে আসা ছেংগারচর পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি মিল্লাতুন নেছা মিলি বলেন, মতলব উত্তর মহিলা আওয়ামী লীগের অভিভাবক হচ্ছেন বীণা চৌধুরী। তিনি মহিলা আওয়ামী লীগকে সুসংগঠিত করে রেখেছেন। তার ডাকে আমরা হাজার হাজার মহিলা একত্রিত হয়েছি। আমরা মানিককে ঘোড়া মার্কায় ও রিয়াজকে টিউবওয়েল মার্কায় ভোট দিবো। কারণ তারা যোগ্য প্রার্থী। দূর্গাপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি পারভীন বেগম জানান, উন্নয়ন ও শান্তির লক্ষ্যে আমাদের পছন্দের প্রার্থী মানিককে ঘোড়া মার্কায় ও রিয়াজকে টিউবওয়েল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবো।

সাদুল্লাপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি আমেনা বেগম বলেন, মানিক ও রিয়াজ সৎ ও নিষ্ঠাবান ব্যক্তি। তাদের বিজয়ী করলে মানুষদের তারা মূল্যায়ন করবে। উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক আকলিমা বেগম বলেন, সুর্বণা চৌধুরী বীণার নেতৃত্বে উপজেলা মহিলা আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠন ঐক্যবদ্ধ। পছন্দের মার্কা ঘোড়া ও টিউবওয়েলকে বিজয়ী করতে এক হয়েছি।

মতলব উত্তর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পারভীন শরীফের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফের পরিচালনায় আরো বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ মানিক দর্জি, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম হাওলাদার, সদস্য রাধেশ্যাম বাবু চান্দু, ভাইস চেয়ারম্যান প্রার্থী টিউবওয়েল প্রতীকের রিয়াজুল হাসান রিয়াজ, মতলব উত্তর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী লাভলী চৌধুরী, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়