শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৫ মে ২০২৪, ০০:০০

শাহতলী জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ হারুন-অর রশিদের বিদায় সংবর্ধনা

অনলাইন ডেস্ক
শাহতলী জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ হারুন-অর রশিদের বিদায় সংবর্ধনা

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শাহতলী জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির আয়োজনে কলেজের অধ্যক্ষ মোঃ হারুন-অর রশিদের অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৪ মে শনিবার সকাল ১১টায় কলেজ মিলনায়তনে কলেজের নবাগত ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ গোলাম সারওয়ারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী। তিনি বলেন, আজকে কলেজের অধ্যক্ষ হারুন সাহেবের অবসরজনিত বিদায়, দিনটি খুবই বেদনাবিধূর ও গুরুত্বপূর্ণ। প্রায় ৩০ বছরের ঊর্ধ্বে তিনি এ প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন। সদরের প্রথম বেসরকারি কলেজ এটি। এ কলেজে ২০ বছর প্রভাষক ও ১০ বছরের বেশি সময় তিনি দক্ষতার সাথে অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন। তার সবচেয়ে ইতিবাচক দিক, তিনি প্রতিষ্ঠানে নিয়মিত উপস্থিত থাকতেন, প্রতিষ্ঠানের জন্যে ছিলেন নিবেদিত। গভর্নিং বডি, অফিস, শিক্ষকগণের সাথে সমন্বয় করে কাজ করেছেন। কলেজে নতুন ভবন নির্মাণের সময় আমাকে যথেষ্ট সহযোগিতা করেছেন তিনি। আমি তার অবসরোত্তর জীবনে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। তিনি আরো বলেন, আমি কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি প্রাক্তন শিক্ষামন্ত্রী ও বর্তমান সমাজকল্যাণমন্ত্রী ডাঃ দীপু মনি এমপি মহোদয়কে। যিনি আমাদের কলেজে ভবন নির্মাণ করে দিয়েছেন। এজন্যে আমরা মন্ত্রী মহোদয়ের কাছে কৃতজ্ঞ।

অনুষ্ঠানে বিদায়ী বক্তব্য রাখেন কলেজের বিদায়ী অধ্যক্ষ মোঃ হারুন-অর রশিদ। তিনি বলেন, আজ আমার কর্মজীবনের শেষ দিন। মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। কলেজের প্রতিষ্ঠাতা মরহুম এটি আহমেদ হোসাইন রুশদীর আত্মার মাগফিরাত কামনা করছি। আমি দীর্ঘ ৩০ বছর ২মাস ২৬ দিন কলেজে আমার দায়িত্ব পালন করেছি। ১৯৯৩ সালে আমি প্রভাষক (রসায়ন) পদে যোগদান করেছি। পরে ২০১৪ সালের ২৭ মার্চ অধ্যক্ষ পদে যোগদান করেছি। রুশদী পরিবারের কাছে আমি চির কৃতজ্ঞ ও ঋণী।

তিনি আরো বলেন, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গভর্নিংবডির সভাপতি সাংবাদিক সোহেল রুশদী সাহেব এ কলেজে ভবন নির্মাণের জন্যে তার পরিবার থেকে নতুন করে জমি দান করেছেন। সেজন্যে তার প্রতি কৃতজ্ঞ।

২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও গভর্নিং বডির সদস্য মোঃ আবুল কালাম আজাদের পরিচালনায় বক্তব্য রাখেন শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোহসিন উদ্দিন, কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক সাহেরা আক্তার, গভর্নিং বডির সদস্য সিনিয়র প্রভাষক নুরুন্নাহার বেগম মুক্তা, সহকারী অধ্যাপক ফারজানা আক্তার, জিয়াউর রহমান, হানিফ মিয়া, জহিরুল ইসলাম খান মুরাদ, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও প্রাক্তন গভর্নিং বডির অভিভাবক সদস্য মোঃ দিদার হোসেন মিজি ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হারুন অর রশিদের মেঝ ছেলে মোঃ তৌফিকুল ইসলাম।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন দ্বাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্রী আফরিন আক্তার।

অনুষ্ঠানে কলেজের পক্ষ থেকে কলেজের অবসরপ্রাপ্ত বিদায়ী অধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছা জানান, বিদায়ী সংবর্ধনা ক্রেস্ট ও উপহার প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অন্য অতিথিবৃন্দ। কলেজের শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকেও অবসরপ্রাপ্ত বিদায়ী অধ্যক্ষকে উপহার প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের সহকারী অধ্যাপক মোঃ কামরুল হাসান, মোহাম্মদ হাবিবুর রহমান, সিনিয়র প্রভাষক মোঃ মানিক মিয়া, প্রভাষক শাহাদাত হোসেন, মাহবুবুর রহমান, মনোয়ারা খাতুন, ফরিদা ইয়াছমিন, শরীরচর্চা শিক্ষক হালিমা আক্তার, সহকারী শিক্ষক নাছরীন আক্তার, অফিস ইনচার্জ মোঃ রানা সরকার ও অফিস সহকারী মোঃ মেহেদী হাসান। পরে কলেজের সহকারী অধ্যাপক (জ্যেষ্ঠ প্রভাষক) পদে সরকারি বিধি মোতাবেক পদোন্নতিপ্রাপ্ত ৬ জন যথাক্রমে সহকারী অধ্যাপক ছোহাইল আহমাদ চিশতী, ফারজানা আক্তার, জিয়াউর রহমান, হানিফ মিয়া, জহিরুল ইসলাম খান মুরাদ ও মোহাম্মদ হাবিবুর রহমানকে কলেজের পক্ষ থেকে সংর্বধনা ও ফুলেল শুভেচ্ছা জানান কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীসহ অন্যরা।

এছাড়া এদিন তীব্র দাবদাহের জন্যে কলেজের শিক্ষার্থীদের বিশুদ্ধ খাবার পানি বিতরণ করা হয়েছে। বিশুদ্ধ খাবার পানি বিতরণ করেন কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান সোহেল রুশদী।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ গোলাম সারওয়ার। তিনি তার বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কলেজের সহকারী অধ্যাপক ছোহাইল আহমাদ চিশতী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়