প্রকাশ : ০৫ মে ২০২৪, ০০:০০
চৌধুরী জামে মসজিদের কোষাধ্যক্ষের ইন্তেকাল
চাঁদপুর শহরের অন্যতম প্রাচীন চৌধুরী জামে মসজিদের দীর্ঘদিনের কোষাধ্যক্ষ, স্ট্র্যান্ডরোড নিবাসী প্রবীণ দলিল লেখক ও সমাজসেবক আলহাজ্ব মোঃ মুশফিকুর রহমান মিয়াজী শুক্রবার দিবাগত রাত সোয়া ৩টার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি বেশ কিছুদিন যাবৎ হার্টের সমস্যা ও বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও পাঁচ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে।
তিনি দীর্ঘদিন চৌধুরী জামে মসজিদের কোষাধ্যক্ষ পদে বেশ সুনামের সাথে দায়িত্ব পালন করেন। গতকাল শনিবার বাদ যোহর চাঁদপুর পৌর ঈদগাহে মরহুমের নামাজে জানাজা শেষে পৌর বাসস্ট্যান্ড কবরস্থানে তাকে দাফন করা হয়।
জানাজা ও দাফনে মরহুমের অনেক পরিচিতজন, বন্ধু-বান্ধব, শুভাকাঙ্ক্ষী, আত্মীয়-স্বজনসহ সর্বস্তরের মুসল্লিগণ উপস্থিত ছিলেন। তাঁর মৃত্যুতে অনেকে শোক জানিয়েছেন।
আলহাজ্ব মুশফিকুর রহমান মিয়াজী ছিলেন চাঁদপুর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম জাকিরের পিতা।