শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৫ মে ২০২৪, ০০:০০

মহামায়া বাজারে চেয়ারম্যান প্রার্থী আইয়ুব আলী বেপারীর গণসংযোগ

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥
মহামায়া বাজারে চেয়ারম্যান প্রার্থী আইয়ুব আলী বেপারীর গণসংযোগ

আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আইয়ুব আলী বেপারী তাঁর দোয়াত কলম মার্কার ব্যাপক গণসংযোগ করেন। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের মহামায়া মধ্যবাজার, পূর্ববাজার, পশ্চিমবাজার, ব্যাংক রোড, মধুরোড রাস্তার মাথা, মাছবাজার, কাঁচাবাজার, মহামায়া মসজিদ সংলগ্ন মার্কেট, মহামায়া দেবী মন্দিরের সামনের বাজার ও মহামায়া মাদ্রাসা রোডে এ গণসংযোগ করা হয়। গণসংযোগকালে আইয়ুব আলী ভোটারদের কাছে গিয়ে কুশল বিনিময় শেষে ভোট চান ও দোয়াত কলম মার্কা সম্বলিত লিফলেট বিতরণ করেন।

আইয়ুব আলী বেপারী ভোটারদের উদ্দেশ্যে বলেন, আমি আপনাদের সুখে-দুঃখে সবসময় পাশে থেকেছি। গত ৫ বছর আপনাদের মূল্যবান ভোটে বিজয়ী হয়ে চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছি। কোথাও আপনাদের সম্মান ক্ষুণ্ণ হয় এমন কাজ করিনি। তবে ভাইস চেয়ারম্যানে থেকে তেমন কোনো কাজ করা যায় না। তাই এ বছর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়েছি। আমার নির্বাচনী মার্কা হচ্ছে দোয়াত কলম। আমি নির্বাচিত হলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ‘গ্রাম হবে শহর’ বাস্তবায়ন করা হবে। সদর উপজেলাবাসীর কাঙ্ক্ষিত সেবা পৌঁছে দেয়া হবে। আমি সবসময় সমাজকল্যাণমন্ত্রী ডাঃ দীপু মনি আপার পাশে থেকে কাজ করেছি। আগামী ২১ মে আপনারা আমাকে দোয়াত কলম মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমি নির্বাচিত হলে জনগণের দোরগোড়ায় কাঙ্ক্ষিত সেবা পৌঁছে দেয়া হবে।

এ সময় ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়