শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৫ মে ২০২৪, ০০:০০

হাজীগঞ্জ বিএনপির দুই শীর্ষনেতা বহিষ্কার

কামরুজ্জামান টুটুল ॥
হাজীগঞ্জ বিএনপির দুই শীর্ষনেতা বহিষ্কার

হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান রানা ও জেলা মহিলা দলের সহ-সভাপতি রাবেয়া আক্তার রুবিকে বিএনপির সকল পদ-পদবি থেকে বহিষ্কার করা হয়েছে। এরা দুজন দলের সিদ্ধান্ত উপেক্ষা করে উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কারণে দলটি এ সিদ্ধান্ত নিয়েছে। ৩ মে শনিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডঃ রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

খোঁজ নিয়ে জানা যায়, আসছে ২১ মে অনুষ্ঠিতব্য হাজীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান রানা ঘোড়া প্রতীকে ও চাঁদপুর জেলা মহিলা দলের সহ-সভাপতি রাবেয়া আক্তার রুবি প্রজাপতি প্রতীকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। রাবেয়া আক্তার রুবি এর আগে ২০০৯ সালে উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হয়েছিলেন।

এ বিষয়ে আবু সুফিয়ান রানা জানান, গত ৫ বছর ধরে আমাকে দলের কোনো পদেই তো রাখা হয়নি। তাহলে কোন্ গঠনতন্ত্র মোতাবেক আমাকে বহিষ্কার করা হয়েছে? রাবেয়া আক্তার রুবি জানান, দল যেটা ভালো মনে করেছে সেটাই করেছে। এখানে আমার কোনো মন্তব্য নেই।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়