প্রকাশ : ০৪ মে ২০২৪, ০০:০০
তাপমাত্রা কমার আভাস ॥ এখনো বৃষ্টির দেখা নেই চাঁদপুরে
চাঁদপুরে বৃষ্টি হবার কোনো ভাব দেখা যায়নি গতকাল শুক্রবার। বৃহস্পতিবারও চাঁদপুরের দাবদাহ আগের মতই অব্যাহত ছিলো। তীব্র গরমে মানুষের অস্থিরতার কমতি ছিলো না। ঘন্টায় ঘন্টায় বিদ্যুতের লোডশেডিং জনজীবন আরো অসহনীয় হয়ে উঠে। সিলেট, চট্টগ্রাম, ফেনী ও রাঙ্গামাটি ও কুমিল্লায় বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে চাঁদপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিলেও চাঁদপুরে তাপমাত্রা কমেনি। আসেনি পথ চেয়ে থাকা কাঙ্ক্ষিত বৃষ্টি। এদিকে আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মোঃ ওমর ফারুক জানিয়েছেন, তাপমাত্রা শুক্রবার পর্যন্ত আগের মতোই থাকবে।
বিগত ক’দিনের যে প্রচণ্ড দাবদাহ ছিলো, তা কিছুটা কমে আসবে। ৫ মে সারাদেশে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর থেকে চলমান যে দাবদাহ তা কমে আসবে। তবে জলীয়বাষ্পের কারণে অস্বস্তি ভাবটা থেকে যাবে। তারপরও সহনশীলতায় চলে আসবে। তবে ৫ থেকে ৬ দিনের বৃষ্টিপাতের পর দেশের তাপমাত্রা আবার বাড়তির দিকে যাবে বলে জানান এই আবহাওয়াবিদ।
মোঃ ওমর ফারুক আরো জানান, বৃহস্পতিবার সকাল থেকে চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ জেলায় বৃষ্টি হয়েছে। দুপুর ১২টা পর্যন্ত কক্সবাজারে ১১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে। দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায় ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় সর্বোচ্চ ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
এই আবহাওয়াবিদ জানান, মে মাসে বঙ্গোপসাগরে দুটি লঘুচাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। যার মধ্যে একটি ১৬ থেকে ৩১ মে-এর মধ্যে নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।