প্রকাশ : ০৪ মে ২০২৪, ০০:০০
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪
মতলবে ষষ্ঠবারের মতো মাদ্রাসার শ্রেষ্ঠ অধ্যক্ষ মোঃ আলাউদ্দিন মিয়া
জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে উপজেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরির মধ্যে ষষ্ঠবারের মতো এ বছরে শ্রেষ্ঠ প্রতিষ্ঠানপ্রধান (মাদ্রাসা) হয়েছেন মতলব দারুল উলুম ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মোহাম্মদ আলাউদ্দিন মিয়া।
তাঁর এ সাফল্যে তিনি মহান আল্লাহতায়ালার নিকট শোকরিয়া আদায় করেন। এছাড়া তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ গাউছুল আজম পাটওয়ারীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন। ভবিষ্যতে এ ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্যে সকলের নিকট তিনি দোয়া চেয়েছেন।