শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৪ মে ২০২৪, ০০:০০

রাজরাজেশ্বরে জেলেদের মাঝে তৃতীয় পর্যায়ের চাল বিতরণ

স্টাফ রিপোর্টার ॥
রাজরাজেশ্বরে জেলেদের মাঝে তৃতীয় পর্যায়ের  চাল বিতরণ

চাঁদপুর সদরের নদী বেষ্টিত রাজরাজেশ্বর ইউনিয়নে জেলেদের মাঝে জাটকা রক্ষা কর্মসূচির আওতায় তৃতীয় পর্যায়ে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে। গত বুধ ও বৃহস্পতিবার সকাল থেকে ইউপি চেয়ারম্যান হাজী হযরত আলী বেপারী উপস্থিত থেকে সুশৃঙ্খল ও সুষ্ঠুভাবে চাল বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। এ সময় ইউনিয়নের ২ হাজার ২শ’ ৪২ জন জেলের মাঝে ৪০ কেজি করে চাল বিতরণ করা হয়।

চাল বিতরণের সময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার ও সদর উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মোঃ মজিবুর রহমান, ইউনিয়ন পরিষদের সচিব শ্যামল চন্দ্র মহাজন, ইউনিয়ন মেম্বার আলী আহমেদ বকাউল, মুকবুল হোসেন প্রধানিয়া, পারভেজ গাজী রনি, ইব্রাহীম কামাল সিরাজ, আবু বকর পাটওয়ারী, শফিউল কুড়ালী, জাহাঙ্গীর সরকার, হাসান আলী দেওয়ান, হানিফ বেপারী, মহিলা মেন্বার ময়না বেগম, লুৎফা বেগম, মরিয়ম বেগম, সদর উপজেলা যুবলীগের সদস্য শাহাজালাল বন্ধুকসীসহ আরো অনেকে।

এ ব্যাপারে চেয়ারম্যান হযরত আলী বেপারী জানান, ইলিশ রক্ষায় জাটকা ইলিশ না ধরার জন্যে সরকার নিবন্ধিত জেলেদের এ খাদ্য সহায়তা দিচ্ছে। সেই আলোকে রাজরাজেশ্বর ইউনিয়নে এ চাল দেয়া হয়। এখানকার জেলেরা আরো একবার অর্থাৎ চতুর্থ পর্যায়েও ৪০ কেজি করে চাল সহসাই পাবেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়