প্রকাশ : ০৪ মে ২০২৪, ০০:০০
ফরিদগঞ্জে কৃষকদের মাঝে কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ
ফরিদগঞ্জে কিছুদিনের মধ্যেই পুরোদমে বোরো ধান কাটা ও মাড়াই শুরু হবে। অতিরিক্ত তাপপ্রবাহ চলমান পরিস্থিতিতে কৃষক-কৃষাণীরা ঘরবন্দী জীবনযাপন করছে। ফলে ধান কাটা ও মাড়াইয়ে শ্রমিক সংকট দেখা দিতে পারে। ক্ষেতের ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষক।
শ্রমিক সংকট দূর করতে কৃষকদের মাঝে সরকারি ভর্তুকি মূল্যে কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর।
বৃহস্পতিবার ২ মে দুপুরে উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় ৩ জন কৃষকের মাঝে তিনটি কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ করা হয়। উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, প্রতিটি কম্বাইন হারভেস্টার মেশিনের মূল্য ৩৯ লাখ ৫০ হাজার টাকা। প্রতিটি মেশিনে সরকার ভর্তুকি দিয়েছে ১৫ লক্ষ ৭৫ হাজার টাকা। এ মেশিন দিয়ে প্রতি শতাংশ জমিতে ৭০ থেকে ৮০ টাকা মূল্যে ধান কাটা, ঝাড়া, মাড়াই ও বস্তায় ভরা যাবে। এ মেশিনটি ব্যবহারের ফলে কৃষকরা লাভবান হবে। কৃষি মন্ত্রণালয়ের পরিচালন বাজেটের আওতায় উন্নয়ন সহায়তার (সরকারি ভর্তুকি) মাধ্যমে ক্রয়কৃত কম্বাইন হারভেস্টার মেশিন পাওয়া ওই দুই কৃষক হলেন পৌর এলাকাধীন চরবসন্ত গ্রামের কৃষক সিদ্দিকুর রহমান, গুপ্টি পূর্ব ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের কৃষক জামাল হোসেন ও সুবিদপুর পশ্চিম ইউনিয়নের আইটপাড়া গ্রামের কৃষক আমির হোসেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌলি মণ্ডলের সভাপতিত্বে ও কৃষি কর্মকর্তা কল্লোল কিশোর সরকারের পরিচালনায় কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহিদ হাসান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ফাহিম হাসান, গোবিন্দপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহআলম শেখ, সুবিদপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মহসিন হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা নূরে আলম, ইলিয়াস হোসেন প্রমুখ।