প্রকাশ : ০৪ মে ২০২৪, ০০:০০
পৌরসভার ১১নং ওয়ার্ড ও বালিয়া ইউনিয়নে রেবেকা সুলতানা মুন্নার গণসংযোগ
চাঁদপুর পৌরসভার ১১নং ওয়ার্ড ও বালিয়া ইউনিয়নে গণসংযোগ করেছেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের (পদ্মফুল) মার্কার মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রেবেকা সুলতানা মুন্না।
৩মে শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত নিজ ওয়ার্ড পৌরসভার ১১নং ওয়ার্ড ও বালিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বাড়িতে বাড়িতে গিয়ে ব্যাপক গণসংযোগ ও প্রচার-প্রচারণা করেন। এ সময় তিনি ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং দোয়া, সমর্থন ও ভোট প্রার্থনা করেন।
নির্বাচনী প্রচারণা ও শুভেচ্ছা বিনিময়কালে আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
চাঁদপুর সদর উপজেলা পরিষদের (পদ্মফুল) মার্কার মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রেবেকা সুলতানা মুন্না বলেন, কিছু আসাধু লোক আমার বিরুদ্ধে নানান অপপ্রচার চালাচ্ছে। আমি নির্বাচনের শেষ পর্যন্ত মাঠে আছি এবং থাকবো। আমি কারো হুমকি-ধমকিতে পিছু হটার মেয়ে নই। আমি রাজনৈতিক পরিবারের মেয়ে। আমি আমার বাবার আদর্শ নিয়ে বড় হয়েছি। আমার বাবা বিএলএফ কমান্ডার মুক্তিযোদ্ধা মরহুম রাজ্জাকুল হায়দার খান সিমু। তিনি বালিয়া ইউনিয়ন পরিষদের ২ বারের সফল চেয়ারম্যান ছিলেন। বাবার পথ ধরেই রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে জনগণের সেবা করার দৃঢ় প্রত্যয় নিয়ে চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে (পদ্মফুল) মার্কার মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হয়েছি।