প্রকাশ : ০৪ মে ২০২৪, ০০:০০
ফরিদগঞ্জের আউয়াল সুইটস্-এর স্বত্বাধিকারী
বীর মুক্তিযোদ্ধা হাজী আউয়ালের ইন্তেকাল
চাঁদপুর জেলা ব্র্যান্ডিংয়ে ফরিদগঞ্জ উপজেলার অন্যতম রসগোল্লা তথা আউয়ালের মিষ্টি খ্যাত আউয়াল সুইটস্-এর স্বত্বাধিকারী বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুল আউয়াল আর নেই। তিনি ৩ মে শুক্রবার বিকেল সাড়ে ৫টায় নিজ বাড়িতে ইন্তেকাল (ইন্না.... রাজিউন) । মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৮ বছর। তিনি ৭ ছেলে ও ৪ কন্যা সন্তানের জনক।
তার পরিবার জানায়, শুক্রবার ফরিদগঞ্জ পশ্চিম বাজার মসজিদে জুমার নামাজ আদায় শেষে তিনি বাড়ি যান। বিকেলে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন।