প্রকাশ : ০৩ মে ২০২৪, ০০:০০
ফরিদগঞ্জে শ্রমিক লীগের মে দিবসের আলোচনা সভা
শ্রমিকদের অধিকার রক্ষায় সকলকে অভিন্ন ভূমিকা রাখতে হবে
------------আবুল খায়ের পাটওয়ারী
মহান মে দিবস উপলক্ষে ফরিদগঞ্জে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১ মে বুধবার সকালে উপজেলা সদরস্থ বাসস্ট্যান্ডে বর্ণাঢ্য র্যালি শেষে শ্রমিকলীগের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা শ্রমিকলীগের সভাপতি হানিফ কাজীর সভাপ্রধানে ও সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম মিয়াজীর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী।
এ সময় তিনি বলেন, শ্রমিকদের অধিকার রক্ষা করা শুধু শ্রমিকদের দায়িত্ব না। তাদের অধিকার রক্ষায় আমাদের সকলকে এক ও অভিন্ন ভূমিকা রাখতে হবে। শ্রমের সঠিক মূল্য পাওয়ার অধিকার সবার রয়েছে। এদিকে আমাদের সচেষ্ট হতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএস তছলিম আহমেদ, জেলা শ্রমিকলীগের যুগ্ম সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক মিজানুর রহমান ভূঁইয়া, ফরিদগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন প্রমুখ।