শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৩ মে ২০২৪, ০০:০০

মে দিবসে পুরাণবাজার গদিঘর লেবার ইউনিয়নের আলোচনা সভা

স্টাফ রিপোর্টার ॥
মে দিবসে পুরাণবাজার গদিঘর লেবার ইউনিয়নের আলোচনা সভা

‘শ্রমিক-মালিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ প্রতিপাদ্যে চাঁদপুর জেলা শহরের পাইকারি প্রধান ব্যবসায়িক এলাকা পুরাণবাজার উত্তর অঞ্চল গদিঘর লেবার ইউনিয়ন (রেজিঃ নং-চট্ট-২০৫৮)-এর উদ্যোগে মহান মে দিবস উদযাপন উপলক্ষে শ্রমিক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১ মে বুধবার বিকেলে পুরাণবাজার চাউল পট্টিতে বিশ্ব মে দিবসে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি সুভাষ চন্দ্র রায়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সহ-সভাপতি তমাল কুমার ঘোষ। প্রধান বক্তার বক্তব্য রাখেন চাঁদপুর চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সিনিয়র পরিচালক ও বাজার শ্রমিকদের প্রিয় নেতা সালাহউদ্দিন মোঃ বাবর।

বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন চাঁদপুর চাল ব্যবসায়ী সমিতির সভাপতি ও চেম্বারের পরিচালক পরেশ চন্দ্র মালাকার, সাধারণ সম্পাদক ও চাঁদপুর চেম্বারের পরিচালক মোঃ নাজমুল আলম পাটওয়ারী, চাঁদপুর চেম্বারের পরিচালক গোপাল চন্দ্র সাহা, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মানিক মাঝি ও ব্যবসায়ী শেখ শরিফ আহমেদ।

পুরাণবাজার উত্তর অঞ্চল গদিঘর লেবার ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশিদ খানের সভাপ্রধানে ও সাবেক সাধারণ সম্পাদক বাবুল দেওয়ানের পরিচালনায় শ্রমিক নেতাদের মধ্যে বক্তব্য রাখেন বাতাসা পট্টি লেবার ইউনিয়নের সভাপতি সামছল সর্দার, উত্তর অঞ্চল গদিঘর লেবার ইউনিয়ন সাবেক সাধারণ সম্পাদক শওকত হাওলাদার, বর্তমান কমটির যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল পাটওয়ারী, দপ্তর সম্পাদক জুয়েল শেখ ও কোষাধ্যক্ষ হুমায়ুন কবির।

এ সময় বাজারের বিভিন্ন গদিঘর ও আড়তঘরের শ্রমিকবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তাগণ শ্রমিক-মালিক সুসম্পর্ক, নীতি, আদর্শ বজায় রেখে গদিঘর, আড়তঘর, দোকানের পণ্য উঠা-নামাসহ কলকারখানায় উৎপাদন ব্যবস্থা অব্যাহত রাখার অঙ্গীকার করেন। শ্রমিকদের সমস্যাগুলো স্থানীয় এমপি ও সমাজকল্যাণ মন্ত্রী, চেম্বার নেতৃবৃন্দ এবং পৌর মেয়রের সাথে আলাপ আলোচনা করে সমাধানের কথা বলা হয়।

আলোচনা অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ। পরে শ্রমিকদের মাঝে খাবার (মোরগ পোলাও) বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়