শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০১ মে ২০২৪, ০০:০০

শাহরাস্তিতে জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপিত

শাহরাস্তি প্রতিনিধি ॥
শাহরাস্তিতে জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপিত

শাহরাস্তিতে জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপিত হয়েছে। সোমবার দিনব্যাপী উপজেলার নিজ মেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে সকাল ১০টা থেকে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আলী আশ্রাফ খানের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা চৌধুরী। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন সূচীপাড়া ডিগ্রি কলেজের সাবেক সহকারী অধ্যাপক মোঃ আবুল কালাম, জেলা সহকারী বিদ্যালয় পরিদর্শক লিটন কান্তি দাস, প্রভাষক আজহারুল হক মজুমদার, প্রভাষক মোঃ মনজুর হোসেন, সিনিয়র শিক্ষক ফারহানা পারভীন, স্বপ্না চক্রবর্তী, রাজিব শর্মা, ওয়ালীউল্লাহ, গুলশান আরা ও প্রধান শিক্ষক কাজল চক্রবর্তী।

প্রতিযোগিতার বিষয় ছিলো কোরআন তেলাওয়াত, হামদ/নাত, উপস্থিত বক্তৃতা, ইংরেজি বক্তব্য, বাংলা ও ইংরেজি রচনা, কবিতা আবৃত্তি, একক বিতর্ক, তাৎক্ষণিক অভিনয়, জারিগান (দলীয়), দেশাত্মবোধক গান, রবীন্দ্রসংগীত, নজরুল গীতি, উচ্চাঙ্গ সংগীত, লোক সংগীত, লোক নৃত্য ও উচ্চাঙ্গ নৃত্য। বিকেল ৪টায় প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়। উল্লেখ্য, আগামী ৫ মে চাঁদপুর শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ে জেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়