শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০১ মে ২০২৪, ০০:০০

জেলা প্রশাসন ও ইফার আয়োজনে শিল্পকলা একাডেমীতে হজ প্রশিক্ষণ

প্রশিক্ষণলব্ধ জ্ঞান দ্বারা হজের সকল কাজ সহজ হয়

----অতিরিক্ত জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান

মোঃ আবদুর রহমান গাজী ॥
প্রশিক্ষণলব্ধ জ্ঞান দ্বারা হজের সকল কাজ সহজ হয়

চাঁদপুর জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন (ইফা)-এর আয়োজনে দিনব্যাপী হজ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ৩০ এপ্রিল মঙ্গলবার সকালে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমীতে ২০২৪ সালে জেলার পবিত্র হজ নিবন্ধিত পুরুষ ও নারীদের সরকারিভাবে হজ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে সভাপতির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোস্তাফিজুর রহমান।

তিনি বলেন, হজের সঠিক নিয়ম পালন করতে প্রশিক্ষণের বিকল্প নেই। প্রশিক্ষণলব্ধ জ্ঞান দ্বারা হজের সকল কাজ সহজ হয়। ইসলামের প্রত্যেকটি রোকনই গুরুত্বপূর্ণ। এ সকল রোকন পালনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব। যারা আল্লাহর মেহমান, তাদের জন্যেই আজ ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে হজের এই প্রশিক্ষণ। আল্লাহর ঘর তাওয়াফের মাধ্যমে পাপ মোচন হয়। আল্লাহ, আল্লাহর রাসূলের সন্তুষ্টির লক্ষ্যে হজ করুন।

তিনি আরো বলেন, সরকার ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে সারা জেলায় ‘হজ যাত্রাকালে বিড়ম্বনা নয়’ এ প্রত্যয় নিয়ে কাজ করছে। কেননা হজযাত্রীরা অনেক দুর্ভোগে পড়ে। এজেন্সিরা হাজীদের নিয়ে ব্যবসা করে। হাজীরা মহান আল্লাহর পবিত্র স্থানে হজ পালন করতে যায়। কিন্তু কিছু অসাধু এজেন্সি হাজীদের সেবার নামে অনৈতিকভাবে ব্যবসা করে। বিমানে ওঠার আগ পর্যন্ত তাদের নানাভাবে হয়রানি করে থাকে। নির্ধারিত বিমান ভাড়াসহ অন্যান্য খরচ বাবদ তাদের থেকে অতিরিক্ত কিছু টাকা হাতিয়ে নেয়। সে বিড়ম্বনা ঠেকাতে হজযাত্রীদের কার্যক্রম অনলাইনের মাধ্যমে করা হয়। তারই ধারাবাহিকতায় বর্তমান সরকার হজ যাত্রীদের অনলাইনের মধ্যমে ভিসা প্রসেসিংসহ বিভিন্ন কার্যক্রম চালু করেছে। অনলাইনে এ সকল কার্যক্রমে হজযাত্রীদের দুর্ভোগ হয় না।

তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, আপনাদেরকে আজকের এই প্রশিক্ষণ দেয়া হচ্ছে যেনো কোনো অসুবিধায় না পড়েন। আপনারা যেনো আল্লাহর কাজ সম্মানের সাথে করতে পারেন সে লক্ষ্যে। তিনি সকলের উদ্দেশ্যে বলেন, শুধু আলহাজ লেখার জন্যে নয়, নিজের মনটাকে পুতঃ পবিত্র করাটাই হলো হজের মূল উদ্দেশ্য।

ইফার উপ-পরিচালক মোঃ রুহুল আমিন স্বাগত বক্তব্য রাখেন। ফিল্ড অফিসার মোহাঃ সফিউল্লাহর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মোঃ মিজানুর রহমান। পরে দোয়া ও মোনাজাত করেন হজ প্রশিক্ষক মাওঃ মোঃ সাইফুদ্দিন খন্দকার।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়