শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০১ মে ২০২৪, ০০:০০

হাজীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজয়ী হচ্ছেন কামরুজ্জামান সুমন

কামরুজ্জামান টুটুল ॥
হাজীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজয়ী হচ্ছেন কামরুজ্জামান সুমন

আসছে ২১ মে অনুষ্ঠিতব্য হাজীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেযারম্যান পদে অনেকটাই বিজয়ী হবার বিষয়টি নিশ্চিত হয়েছেন কামরুজ্জামান সুমন। একই পদে মনোনয়ন জমাদানকারী অপর প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) গোলাম ফারুক মুরাদ মঙ্গলবার তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেবার কারণে কামরুজ্জামান সুমনের বিজয়ী হওয়ার বিষয়টি এখন অনুষ্ঠানিকভাবে ঘোষণা করা বাকি মাত্র। গোলাম ফারুক মুরাদ মনোনয়ন প্রত্যাহার করার বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী রিটানিং কর্মকর্তা ও হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল।

এদিকে ভাইস চেয়ারম্যান পদে কামরুজ্জামান সুমনের বিজয় অনেকটা নিশ্চিত হওয়ার পর থেকে সুমনকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অভিনন্দনের ঝড় ঊঠেছে।

হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়নের উত্তর শ্রীপুর গ্রামের মিজি বাড়ির বাসিন্দা ও রপ্তানিকারক ব্যবসায়ী কামরুজ্জামান সুমন ছাত্রজীবন থেকেই ছাত্রলীগের রাজনীতির মাধ্যমে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন।

এদিকে হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজী, হাজী মোঃ জসিম উদ্দিন ও মোঃ আবু সুফিয়ান মজুমদার (রানা), ভাইস চেয়ারম্যান প্রার্থী গোলাম ফারুক মুরাদ ও মোঃ কামরুজ্জামান সুমন, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মির্জা শিউলী পারভীন মিলি ও রুবি বেগমের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছিলো।

জানা গেছে, দ্বিতীয় ধাপে দেশের ১৬১টি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে হাজীগঞ্জ, শাহরাস্তি ও চাঁদপুর সদর উপজেলা রয়েছে। এসব উপজেলায় গত ২১ এপ্রিল মনোনয়নপত্র দাখিলের শেষদিন ছিলো এবং ২৩ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। ২৪ থেকে ২৬ এপ্রিল এবং ২৭ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত আপিল, ৩০ এপ্রিল প্রত্যাহারের শেষদিন, প্রতীক বরাদ্দ ২ মে এবং ভোটগ্রহণ ২১ মে।

উল্লেখ্য, হাজীগঞ্জ উপজেলায় ভোটার হলেন ২ লাখ ৮৬ হাজার ৪৮৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪৮ হাজার ৮৪১ জন ও মহিলা ভোটার ১ লাখ ৩৭ হাজার ৬৪৬ জন। নির্বাচনে ১টি পৌরসভা ও ১২টি ইউনিয়নে মোট ৮৮টি কেন্দ্রে ৭২০টি বুথে ভোটগ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়