প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৪, ০০:০০
কেন্দ্রীয় যুবদলের সভাপতি টুকুকে জেলখানায় প্রেরণের প্রতিবাদ
চাঁদপুর জেলা যুবদলের বিক্ষোভ মিছিল
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে ষড়যন্ত্রমূলক মামলায় জেলখানায় প্রেরণের প্রতিবাদে ও অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিতে চাঁদপুরে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদল। ২৯ এপ্রিল সোমবার সন্ধ্যায় শহরের জোড়পুকুর পাড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক বলেন, আমরা অবিলম্বে সুলতান সালাউদ্দিন টুকুর মুক্তি দাবি করছি। যদি তাকে মুক্তি দেওয়া না হয় তাহলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। সেই সাথে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করছি এবং তারেক রহমানের বিরুদ্ধে সকল মামলা প্রত্যাহারের দাবি করছি।
জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামাল পাটওয়ারীর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা যুবদলের সহ- সভাপতি শামীম জমাদার, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, সহ-সভাপতি মোস্তফা বন্দুকসী ও সরোয়ার গাজী। এ সময় যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।