প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৪, ০০:০০
প্রচণ্ড দাবদাহে দুঃস্থ অসহায়দের জন্যে মেডিকেল ক্যাম্প
প্রচণ্ড দাবদাহে চাঁদপুর শহরে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে প্রায় দুই শতাধিক রোগীকে চিকিৎসাসেবা দিয়েছেন সবাই মিলে নারী উদ্যোক্তা প্রতিষ্ঠান। ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল (ডিআই) মাল্টপর্ািটি অ্যাডভোকেসি ফোরাম, চাঁদপুর (এমএএফ)-এর সৌজন্য ও সবাই মিলে নারী উদ্যোক্তা প্রতিষ্ঠানের আয়োজনে ২৮ এপ্রিল রোববার বিকেলে চাঁদপুর শহরের ৩নং কয়লাঘাট এলাকার রিকশা চালক, হকার, অটোচালক, জেলেসহ বিভিন্ন খেটে খাওয়া মানুষের পরিবারের নারী, শিশু, বৃদ্ধসহ সকলের মাঝে এই চিকিৎসাসেবা প্রদান করা হয়।
মেডিকেল ক্যাম্পে অসহায় দুঃস্থ পরিবারের বয়োবৃদ্ধ ও মধ্যবয়সীসহ ছোট বড় সকল মানুষের প্রেশার মাপা, জ্বর, সর্দি, ঠাণ্ডা, কাশির চিকিৎসা প্রদান করা হয়। একই সাথে তাদের মাঝে ওরস্যালাইনসহ বিভিন্ন ধরনের ঔষধ বিতরণ করা হয়।
মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মোডিকেল এসিস্টেন্ট জাকিয়া সুলতানা ও শুভ্র সরকার। তত্ত্বাবধানে ছিলেন সবাই মিলে নারী উদ্যোক্তা প্রতিষ্ঠানের সভাপতি তানিয়া ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন সবাই মিলে নারী উদ্যোক্তা প্রতিষ্ঠানের সদস্য তানিয়া আক্তার, জারিন মিথিলা, মালিহা ইসলাম, স্থানীয় এলাকার রুমা আক্তার সাদিয়া, মোঃ শাহআলম বেপারী ও আযানসহ অন্যরা।