প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৪, ০০:০০
নারায়ণপুরে রহমতের বৃষ্টি চেয়ে ‘ইসতিসকার’ নামাজ
প্রচণ্ড দাবদাহ থেকে মুক্তি পেতে মহান আল্লাহর রহমত কামনা করে মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুরে বৃষ্টির জন্য ‘সালাতুল ইসতিসকার’ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। ২৮ এপ্রিল রোববার সকাল ৭ টায় নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয় মাঠে এ নামাজ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। নামাজে ইমামতি করেন ঐতিহ্যবাহী ঘিলাতলী ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওঃ মোঃ মিজানুর রহমান। খুতবা পাঠ করেন মতলব কেএফটি কলেজিয়েট স্কুলের প্রভাষক হাফেজ মাওলানা নেয়ামত উল্লাহ।
এলাকার ধর্মপ্রাণ মুসলমানদের ব্যবস্থাপনায় ইসতিসকার নামাজে আলেমণ্ডওলামা, বিভিন্ন মসজিদের খতিবসহ সাধারণ মুসল্লিগণ অংশগ্রহণ করেন।
নামাজে অংশ নেয়া একাধিক মুসল্লি জানান, টানা ক’দিনের দাবদাহে আমাদের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। খেটে খাওয়া মানুষজন এতো গরমে জীবিকা নির্বাহের তাগিদে বের হতে পারছে না। পরিবারের বয়োজ্যেষ্ঠ ও শিশুদের সামলাতে হিমশিম খেতে হচ্ছে। এজন্যে বৃষ্টির জন্যে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আমল করলাম।
ইসতিসকার নামাজে আগত অধিকাংশ মুসল্লি জীবনে প্রথম এ নামাজ আদায় করেছেন বলে জানিয়েছেন। নামাজ শেষে খুতবা পাঠ করা হয়। এরপর মহান আল্লাহর দরবারে বৃষ্টির জন্য দোয়া কামনা করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন এলাকার সর্বজনশ্রদ্ধেয় মুরুব্বি নারায়ণপুর সামাদিয়া হাফেজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ আফজালুর রহমান।