শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৪, ০০:০০

৪১তম বিসিএস

চাঁদপুর সরকারি কলেজে ১১ জন প্রভাষকের যোগদান

অনলাইন ডেস্ক
চাঁদপুর সরকারি কলেজে ১১ জন প্রভাষকের যোগদান

চাঁদপুরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ চাঁদপুর সরকারি কলেজে ২৮ এপ্রিল রোববার ৪১তম বিসিএস-এর মাধ্যমে শিক্ষা ক্যাডারের ১১ জন বিভিন্ন বিভাগে প্রভাষক পদে যোগদান করেছেন। এদের মধ্যে ইংরেজি বিভাগে সাবিহা সোলতানা, সমাজকর্ম বিভাগে সারাবান তাহুরা ও মোঃ আবদুল্লাহ খান, অর্থনীতি বিভাগে ফাহমিদা সুলতানা, উদ্ভিদবিদ্যা বিভাগে সালমা আক্তার ও মোঃ মাসুদ, প্রাণিবিদ্যা বিভাগে শিমু আক্তার, পদার্থবিদ্যা বিভাগে মোঃ রবিউল আউয়াল, ভূগোল বিভাগে আসিফ আহমেদ, হিসাববিজ্ঞান বিভাগে মোঃ শরীফুল ইসলাম ও সঞ্জীব চন্দ্র সাহা যোগদান করেন। কলেজ অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ, উপাধ্যক্ষ প্রফেসর শেখ মোঃ খলিলুর রহমান, শিক্ষক পরিষদ সম্পাদক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী হাসান নবাগত কর্মকর্তাদের ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও অন্য সহকর্মীগণ।

অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ সদ্য যোগদানকৃত কর্মকর্তাদের উদ্দেশ্যে দিক-নির্দেশনা ও উদ্দীপনামূলক বক্তব্য রাখেন। তিনি নবাগতদের বলেন, ‘আপনারা জাতির শিক্ষিত ও মেধাবী সন্তান। চাঁদপুর সরকারি কলেজে পদায়ন পাওয়ায় ও যোগদান করায় চাঁদপুর সরকারি কলেজ শিক্ষক পরিষদের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।’ তিনি তাদের পেশাগত মর্যাদা সম্পর্কে সজাগ থাকতে বলেন এবং আগামী বাংলাদেশের সাথে তাল মিলিয়ে চলতে হলে আইসিটি বিষয়ে দক্ষতা অর্জনের পরামর্শ দেন। তিনি আশা করেন, নবাগতদের সরব ও প্রাণচঞ্চল পদচারণায় চাঁদপুর সরকারি কলেজ ‘স্মার্ট বাংলাদেশ’ নির্মাণের পথে এগিয়ে যাবে। তিনি নবীন প্রভাষকদের মেধা, প্রজ্ঞা, ধৈর্য ও শ্রম দিয়ে সততা এবং ন্যায়-নিষ্ঠার সাথে তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার আহ্বান জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়