শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৪, ০০:০০

ফরিদগঞ্জে খান ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

পারস্পরিক সহযোগিতামূলক মনোভাব সমাজকে আরও সুন্দর করে তুলতে পারে

----খাজে আহমেদ মজুমদার

শামীম হাসান ॥
পারস্পরিক সহযোগিতামূলক মনোভাব সমাজকে আরও সুন্দর করে তুলতে পারে

ফরিদগঞ্জের ঐতিহ্যবাহী খান ফাউন্ডেশন পরিচালিত রামদাসেরবাগ তা’লীমুল কুরআন নূরানী মাদ্রাসার ২০২৩ শিক্ষাবর্ষে বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।

২৭ এপ্রিল শনিবার সকালে মাদ্রাসা মাঠে মাদ্রাসার সভাপতি হাজী মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও ইয়াছিন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সাবেক সদস্য ও ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, আসন্ন ফরিদগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী খাজে আহমেদ মজুমদার। তিনি বলেন, ধর্মীয় মূল্যবোধের পাশাপাশি পারস্পরিক সহযোগিতামূলক মনোভাব আমাদের সমাজকে আরও সুন্দর করে তুলতে পারে। আমরা মানুষ হিসেবে সমাজের কাছে যেমনি মৌলিক অধিকারগুলো পেতে চাই, একইভাবে এই সমাজকে পরিচালনায় যারা নেতৃত্ব দেবে তাদের বাছাই প্রক্রিয়ার যে নির্বাচন আমাদের সর্বোচ্চ সচেতন হতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাজী কামরুল হাসান সাউদ, ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বুলবুল আহমেদ, ৮নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসাইন আহমেদ রাজন শেখ, গাজীপুর মুসলিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল লতিফ খান, রামদাসেরবাগ আলিম মাদ্রাসার সাবেক আরবি প্রভাষক মুফতি মাওঃ তাজুল ইসলাম খান, জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুম মাদ্রাসার সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন পাটওয়ারী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী মোহাম্মদ হোসেন, তালীমুল কুরআন নূরানী মাদ্রাসার সহ-সভাপতি আবু তাহের পাটওয়ারী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ডাঃ মোঃ শামছুল ইসলাম, মোঃ বাচ্চু পাটওয়ারী, সমাজসেবক মোঃ আবুল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ রমিজুল ইসলাম স্বপন, কামাল খান, হারুন খান, আরিফ খান প্রমুখ।

আলোচনা পর্ব শেষে মাদ্রাসাটির বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ এবং খান ফাউন্ডেশন আয়োজিত বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা উপহার তুলে দেয়া হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়