প্রকাশ : ৩১ আগস্ট ২০২১, ০০:০০
জাতীয় মৎস্য সপ্তাহ উদ্যাপন উপলক্ষে মতলব উত্তর উপজেলায় জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়। রোববার ২৯ আগস্ট সকালে উপজেলা পরিষদ পুকুরে রুই, কাতলসহ বিভিন্ন প্রজাতির ২০ কেজি মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গাজী শরিফুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম, কৃষি কর্মকর্তা মোঃ সালাউদ্দিন, সমাজসেবা কর্মকর্তা আনিছুর রহমান তপু ও সহকারী মৎস্য কর্মকর্তা রাশেদুজ্জামান।
ইউএনও গাজী শরিফুল হাসান বলেন, কার্প জাতীয় মাছ ছাড়াও দেশীয় জাতের মাছ যাতে হারিয়ে না যায় সেজন্যে বেশি করে সেই মাছ চাষে সবাইকে এগিয়ে আসতে হবে। গুণগত ও অধিক উৎপাদনশীল জাতের মাছ চাষ করে পুষ্টির চাহিদা পূরণ ও বেকারত্ব দূরসহ আর্থিকভাবে লাভবান হওয়া সম্ভব।
তিনি আরো বলেন, কোনো নির্দিষ্ট জলাশয়ে পরিকল্পিত উপায়ে স্বল্পপুঁজি, অল্পসময় ও লাগসই প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন নিয়ম মেনে প্রাকৃতিক উৎপাদনের চেয়ে অধিক মাছ উৎপাদনই মাছ চাষ। মাছ চাষে লাভবান হতে হলে পরিকল্পনা থেকে শুরু করে বাজারজাত করা পর্যন্ত প্রতিটি পর্বে চাষীকে বিশেষ কিছু নিয়মকানুন মেনে চলতে হয়। চাষীর অজ্ঞতা বা অবহেলা বা ভুল লাভজনক মাছ চাষের ক্ষেত্রে অন্তরায়। আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় মাছ হচ্ছে একটি গুরুত্বপূর্ণ উপাদান। মাছের অনেক চাহিদা থাকার কারণে মাছ চাষ করে ভালো আয় করা সম্ভব। স্থানীয় হাট-বাজার ছাড়াও দূরবর্তী বাজারে মাছ বিক্রি করে লাভ করা সম্ভব। তাছাড়া বিদেশে মাছ রফতানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। মাছ চাষে বাংলাদেশ এখন চতুর্থ। এটা আমাদের গর্বের বিষয়।