প্রকাশ : ২০ এপ্রিল ২০২৪, ০০:০০
বাগাদীতে ছেলে কর্তৃক বাবা-মাকে মারধর
চাঁদপুর সদর উপজেলার বাগাদী গ্রামে ছেলে কর্তৃক বাবা-মাকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত ১৮ এপ্রিল বৃহস্পতিবার। জানা যায়, বাগাদী চৌরাস্তা বাজার সংলগ্ন বাগাদী গ্রামের তাজল ইসলামের বড় ছেলে বিল্লাল হোসেন তার বাবা, মা ও বোনকে মারধর করে। এ ঘটনায় চাঁদপুর মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা যায়, বিল্লাল হোসেন প্রায় বাড়িতে এসে ঝগড়া করে থাকে। ঘটনার দিন সে ক্ষিপ্ত হয়ে তার বাবা তাজল ইসলাম, মা রেহেনা বেগম ও বোন লিজা বেগমকে মারধর করে। বিল্ডিং নির্মাণ করার ১ লাখ টাকা ও ৪ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে রাতেই তার ছোট ছেলেকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। মারধরের ঘটনায় তার মা রেহেনা বেগম চাঁদপুর মডেল থানায় লিখিত অভিযোগ দেন।
এ ব্যাপারে রেহেনা বেগম বলেন, আমার বড় ছেলে বিল্লাল হোসেন একটি কথাকে কেন্দ্র করে আমাকে, আমার স্বামীকে ও আমার মেয়েকে মারধর করে। এ ঘটনায় আমি আমার ছেলে বিল্লাল হোসেনের বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেছি।