রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৪, ০০:০০

বাবুরহাট কলেজে অনার্স ও ডিগ্রি কোর্স খোলার দাবিতে মতবিনিময়

প্রেস বিজ্ঞপ্তি ॥
বাবুরহাট কলেজে অনার্স ও ডিগ্রি কোর্স খোলার দাবিতে মতবিনিময়

বাবুরহাট কলেজে ডিগ্রি ও অনার্স কোর্স খোলার দাবিতে প্রাক্তন শিক্ষার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ‘সময়ের দাবি প্রাণের দাবি বাবুরহাট ডিগ্রি কলেজ’ স্লোগানে বাবুরহাট উচ্চ বিদ্যালয়ে ১৬ এপ্রিল মঙ্গলবার বিকেল ৪টায় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সাবেক ছাত্র-শিক্ষক প্রবীণ ব্যক্তিত্ব হাফিজ খান।

সভায় মুখ্য আলোচক ছিলেন বিদ্যালয়ের কৃতী ছাত্র অ্যাডঃ মোঃ জহিরুল ইসলাম। তিনি বলেন, আমাদের ১২৫ বছরের বিদ্যাপীঠের অনেক অর্জন। একাদশ শ্রেণীও এই বিদ্যাপীঠের সফলতার মাইলফলক। এখানে পড়ালেখা করে অনেকে জাতীয় ও আন্তর্জাতিকভাবে অবদান রেখেছেন। স্থানীয় আর্থসামাজিক উন্নয়নে শিক্ষার অবদান অনস্বীকার্য। ডিগ্রি ও অনার্স কোর্স বাস্তবায়ন হলে এর সুফল স্থানীয়রাই বেশি ভোগ করবে। বিশেষভাবে উপকৃত হবে সাধারণ জনগোষ্ঠীর সন্তানরা। তাদের উচ্চশিক্ষার স্বপ্ন বাস্তবায়নে সহজতর হবে। তিনি বলেন, সবার আন্তরিকতা, সহযোগিতা ও ঐকান্তিক প্রচেষ্টায় বাবুরহাট ডিগ্রি কলেজ বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ।

বিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সহীদ উল্লাহ খান অকপটে গর্ব করে বলেন, এখানে ইন্টারমিডিয়েট চালু হওয়ায় আমার পক্ষে সহজে সন্তানদের পড়ালেখা করানো সম্ভবপর হয়েছে। সন্তানেরা আজ ডাক্তার-ইঞ্জিনিয়ার। ডিগ্রি ও অনার্স বাস্তবায়ন হলে এর সুফল আরও বেশি ভোগ করবে প্রান্তিক জনগোষ্ঠী। এই বিদ্যালয়ের ছাত্র-শিক্ষক আমি। এই বিদ্যালয়নির্ভর আমার জীবন-জীবিকাণ্ডসামাজিকতা। এখনো এই বিদ্যালয় ঘিরে আমার স্বপ্ন। অন্তিম ইচ্ছা বাবুরহাট ডিগ্রি কলেজ বাস্তবায়ন। সবাই একতাবদ্ধ হলে অচিরেই বাস্তবায়ন সম্ভব।

তিনি বলেন, আমাদের সবার শ্রদ্ধাভাজন প্রয়াত শহীদ উল্লাহ মাস্টার (সবার প্রিয় বড় শহীদ স্যার) মৃত্যুর পূর্বে বর্তমানে একীভূত বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজকে পৃথকীকরণের জন্যে অনেক কাজ এগিয়ে রেখেছেন।

ম্যানেজিং কমিটির সাবেক সদস্য সেলিম খান বলেন, বড় শহীদ স্যার ডিগ্রি কলেজ বাস্তবায়নের লক্ষ্যে প্রতি সপ্তাহে এর অগ্রগতি জানতেন। ভূমি হস্তান্তরের প্রক্রিয়াটিও গুছিয়ে রেখেছেন।

কমিটির প্রাক্তন সদস্য শেখ সালমান বলেন, তৎকালীন শিক্ষা বোর্ডের নীতিমালা অনুযায়ী বাবুরহাট ডিগ্রি কলেজ অনুমোদন প্রক্রিয়ার পাঁচটি শর্তের মধ্যে চারটি শর্ত পূরণ আছে। বাকি একটি শর্ত ভূমি রেজিস্ট্রেশন। যা পূরণ করতে হবে।

বর্তমান ম্যানিজিং কমিটির সদস্য নান্নু মজুমদার, গোলাম সরওয়ার রিপন সরকার ও মাসুদ পালোয়ান বলেন, আমরাও ডিগ্রি কলেজ বাস্তবায়ন চাই। তবে একটি সার্বজনীন কমিটি করে এর প্রক্রিয়াগত পদ্ধতি অনুসরণ করে অগ্রসর হলে যথাযথভাবেই ডিগ্রি কলেজ বাস্তবায়ন হবে।

সাবেক শিক্ষার্থী আমিনুল হক আমিন মজুমদার বলেন, সকল প্রতিবন্ধকতা কাটিয়ে প্রয়োজনে প্রাক্তন ছাত্র ও সর্বস্তরের আর্থিক সহযোগিতায় আমরা বাবুরহাট ডিগ্রি কলেজ বাস্তবায়নে ভালো কাজের পাশে থাকবো।

সাবেক শিক্ষার্থী মোখলেছুর রহমান ভূঁইয়া তাঁর বক্তব্যে ‘সময়ের দাবি প্রাণের দাবি বাবুরহাট ডিগ্রি কলেজ’ বাস্তবায়নের ধারাবাহিক চলমান মতবিনিময়ের পটভূমি তুলে ধরেন।

উপস্থিত সবাই পরবর্তীতে কমিটির মাধ্যমে সকল আলাপ-আলোচনা-পরামর্শ করে কার্যক্রম পরিচালনার জন্যে সহমত পোষণ করেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সাবেক সদস্য জাফর আহমেদ, জহিরুল ইসলাম (জিন্টু) মাল, মনির হোসেন গাজী, কামাল আহমেদ, রফিকুল ইসলাম, দেলোয়ার মাস্টার, আনোয়ার খান, অমর কৃষ্ণ শীল, আঃ রহমান, শহিদ হোসেন ভূঁইয়া, খন্দকার মোঃ বাবু, আব্বাস পাটোয়ারী, ফরহাদ হোসেন প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়