প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৪, ০০:০০
বলাখাল সার্বজনীন মহাশ্মশানে উৎসবমুখর পরিবেশে অষ্টমীস্নান
হাজীগঞ্জ পৌর এলাকার ডাকাতিয়া নদীর পাড়ে বলাখাল সার্বজনীন মহাশ্মশানের আয়োজনে পুণ্যস্নান অনুষ্ঠিত হয়েছে। অষ্টমী তিথি উপলক্ষে মহাশ্মশান সৎকার কমিটির সার্বিক ব্যবস্থাপনা ও শিব সংঘের সহযোগিতায় ১৬ এপ্রিল মঙ্গলবার দিনব্যাপী এই স্নান অনুষ্ঠিত হয়েছে। উক্ত স্নানে উপজেলার বিভিন্ন স্থান থেকে পুণ্যলাভের আশায় সনাতন ধর্মাবলম্বীরা অংশ নেন।
কয়েক শতাধিক নারী, পুরুষ ও শিশু মহাশ্মশান সংলগ্ন ডাকাতিয়া নদীতে উৎসমুখর পরিবেশে স্নান সম্পন্ন করেন। এ উপলক্ষে মহাশ্মশান সংলগ্ন ডাকাতিয়া নদীর পাড়ে পুণ্যার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়।
এদিন সকালে পুণ্যস্নানের আনুষ্ঠানিকতায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সমির লাল দত্ত ও পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি রাধাকান্ত দাস রাজুসহ অন্য নেতৃবৃন্দ।
মহাশ্মশানের সভাপতি নিরঞ্জন সাহা ও সাধারণ সম্পাদক লক্ষ্মীকান্ত দাসের নেতৃত্বে এবং সাংগঠনিক সম্পাদক মন্টু সেন ও সৎকার কমিটির সভাপতি নন্দ দুলাল দাসের উপস্থাপনায় আগত পুণ্যার্থীরা উৎসবমুখর পরিবেশে এবং নিরাপদে পুণ্যস্নান সম্পন্ন করেন। এ সময় উক্ত এলাকায় মেলার পরিবেশ বিরাজ করতে দেখা গেছে।
উল্লেখ্য, ২০২০ সালে বলাখাল-নাটেহরা ব্রিজ সংলগ্ন হাজীগঞ্জ পৌরসভাধীন বলাখাল সার্বজনীন মহাশ্মশান প্রতিষ্ঠাকালীন সময় থেকে হিন্দু ধর্মাবলম্বীদের সৎকারসহ যাবতীয় ধর্মীয় অনুষ্ঠানগুলো উৎসবমুখর পরিবেশে এখানে সম্পন্ন হয়ে থাকে। এর মধ্যে অন্যতম হলো এই অষ্টমী তিথির পবিত্র স্নান।