রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৪, ০০:০০

বর্ষবরণ উপলক্ষে সংগীত নিকেতনের আলোচনা সভা, চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার ॥
বর্ষবরণ উপলক্ষে সংগীত নিকেতনের আলোচনা সভা, চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বাংলা নববর্ষ ১৪৩১ উপলক্ষে চাঁদপুরের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন সংগীত নিকেতনের আয়োজনে দুইদিনব্যাপী ব্যাপক কর্মসূচি পালিত। পহেলা বৈশাখ রোববার শহরের কোড়ালিয়া রোডস্থ সাহা বাড়ি সংগীত নিকেতনের মিলনায়তনে সকাল সাড়ে ১০টা পর্যন্ত প্রভাতী অনুষ্ঠানে সমবেত সঙ্গীত ও নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দ্বিতীয়দিন ২ বৈশাখ সোমবার দুপুর আড়াইটায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে চিত্র প্রদর্শনী ও সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু। এই প্রদর্শনীতে প্রায় ২০ জন চিত্রশিল্পী অংশগ্রহণ করেন এবং চিত্রকর্ম প্রদর্শিত হয়েছে প্রায় ৫০টি। গ্রাম বাংলার ঐতিহ্য, নদীমাতৃক বাংলাদেশ, মাঝিমাল্লা, মাছধরা, গুণটানা, বাউল গানের আসর, গরুর গাড়ি, পল্লীবাড়ি, বিভিন্ন ঋতুর ছবি, গাঁয়ের বধূ, কিশোর-কিশোরীদের ছবি, কৃষকের বাড়ি, ধানকাটা, নৌকাবাইচ, খেলাধুলাসহ অসংখ্য ছবি এই প্রদর্শনীতে স্থান পেয়েছে। একাডেমির মঞ্চে কণ্ঠশিল্পী ও নৃত্য শিল্পীদের সমবেত ও একক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। রাত ৮টায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল। সংগীত নিকেতনের অধ্যক্ষ স্বপন সেনগুপ্তের সভাপতিত্বে উপস্থিত ছিলেন রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের সাধারণ সম্পাদক লায়ন মাহমুদ হাসান খান, নারায়ণ পোদ্দার, পাপিয়া, সংগীত নিকেতনের চিত্রাংকন বিভাগের প্রধান চিত্রশিল্পী অমল সেন গুপ্ত, শান্তি রক্ষিত, বাবুল চক্রবর্তী, শংকর আচার্যী, দীপক চক্রবর্তী, সাংবাদিক ফারুক আহমেদ, সাংবাদিক ও কবি পলাশ কুমার দে, সংগীত শিক্ষিকা বিচিত্রা সাহা, বীণা ঘোষ, নৃত্য শিক্ষিকা আভা রায়, পলাশ সেনগুপ্ত, রিয়া চক্রবর্তী প্রমুখ। আলোচনা সভা শেষে চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়