রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৪, ০০:০০

হাজীগঞ্জ ডিগ্রি কলেজে বর্ষবরণ ও ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

কামরুজ্জামান টুটুল ॥
হাজীগঞ্জ ডিগ্রি কলেজে বর্ষবরণ ও ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

হাজীগঞ্জ ডিগ্রি কলেজে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা বর্ষবরণ-১৪৩১ ও ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। উক্ত দিবসসমূহ পবিত্র কোরআন মাজিদ থেকে তেলাওয়াত, গীতা পাঠ ও জাতীয় সংগীতের মাধ্যমে শুরু করা হয়। অনুষ্ঠানে সভাপ্রধানের দায়িত্ব পালন করেন অধ্যক্ষ মোঃ মাসুদ আহাম্মদ।

তিনি বলেন, পহেলা বৈশাখ বাঙালির একটি সার্বজনীন লোকজ উৎসব। এদিন আনন্দঘন পরিবেশে বরণ করে নেয়া হয় বাংলা নববর্ষকে। কল্যাণ ও নতুন জীবনের প্রতীক হলো নববর্ষ। অতীতের ভুল-ত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনায় উদযাপিত হয় নববর্ষ।

তিনি বলেন, ১৭ এপ্রিল বাঙালি জাতির জন্যে একটি ঐতিহাসিক দিন। এদিনে মুজিবনগর সরকার শপথগ্রহণ করে স্বাধীন বাংলার প্রথম সরকার গঠন এবং এই সরকারের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মুক্তিযুদ্ধ পরিচালনা করে। তাই এ দিনটিকে বাঙালি জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ ফরহাদ হোসেন, প্রতিষ্ঠাতা সদস্য মোঃ আজিম মজুমদার, বিদ্যোৎসাহী সদস্য স্বপন কুমার পাল, অভিভাবক সদস্য এসএম আক্তার হোসেন, মোহাম্মদ আবুল কাশেম, অহিদুল ইসলাম মোহন, শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ মাকছুদুর রহমান প্রমুখ।

প্রভাষক মাসুদুর রহমানের সঞ্চালনায় বক্তব্য শেষে লোকজ গান, নৃত্য, কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান পরিবেশন করা হয় এবং বৈশাখী খাবার বিতরণ করা হয়। এ সময় কলেজ গভর্নিংবডির অন্য সদস্য, শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়