প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৪, ০০:০০
কচুয়ায় মামলা দিয়ে অসহায় পরিবারকে হয়রানির অভিযোগ
কচুয়ায় এক অসহায় পরিবারকে আদালতে মামলা দিয়ে হয়রানির অভিযোগ পাওয়া গেছে। উপজেলার গোহট দক্ষিণ ইউনিয়নের উচিতগাবা হাকু মেম্বার বাড়ির মৃত আলী আকবরের ছেলে অসহায় দিনমজুর শাহাদাত হোসেন (৩৫)কে একই বাড়ির মৃত এয়াকুব আলীর ছেলে শহীদ উল্লাহ মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ ওঠে। জানা গেছে, শাহাদাত হোসেন তার বৃদ্ধা মা ফিরোজা খাতুন, প্রতিবন্ধী স্ত্রী ও সন্তানদের নিয়ে পৈত্রিক বসতঘরে প্রায় ৫০ বছর যাবত বসবাস করে আসছে।
সম্প্রতি শাহাদাত হোসেন তার বসতঘর ভেঙ্গে পুনঃনির্মাণের উদ্যোগ নিলে একই বাড়ির মৃত এয়াকুব আলীর ছেলে মোঃ শহিদ উল্লাহ বাদী হয়ে হয়রানির উদ্দেশ্যে দিনমজুর শাহাদাত হোসেনকে বিবাদী করে চাঁদপুরের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।
শাহাদাত হোসেন জানান, আমার পৈত্রিক সম্পত্তির উপর ঘর ভেঙ্গে বৃদ্ধা মা, প্রতিবন্ধী স্ত্রী ও সন্তান নিয়ে খোলা আকাশের নিচে বসবাস করে আসছি। আমার বিরুদ্ধে চাঁদপুর বিজ্ঞ আদালতে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও ভাড়া করা লোকজন দিয়ে শহীদ উল্লাহ হুমকি ধমকি ও হামলা করার পাঁয়তারা করছে। হয়রানি বন্ধ করে দখলীয় পৈত্রিক জায়গায় ঘর পুনঃনির্মাণের জন্যে শাহাদাত হোসেন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে।
শহিদ উল্লাহর চাচা বৃদ্ধ ইয়াছিন মিয়া জানান, আমার দেখা ও জানা মতে শাহাদাত হোসেনের দাদা ও বাবা এই জায়গায় প্রায় শত বছর যাবত বসতঘর নির্মাণ করে বসবাস করে আসছে। সামাজিক সালিসদের ফয়সালা না মেনে শাহাদাতকে হয়রানির উদ্দেশ্যে শহীদ উল্লাহ আদালতে মামলা দিয়েছে।
ইউপি সদস্য মোঃ জহিরুল ইসলাম মোল্লা জানান, স্থানীয় সালিসদের মধ্যস্থতায় শাহাদাত হোসেনের দখলীয় উচিতগাবা মৌজার ৩০৯নং দাগের ৬ শতাংশ বসতবাড়ির জায়গা সীমানা দিয়ে নির্ধারণ করা হয়েছে। যেখানে শাহাদাত হোসেন যুগ যুগ ধরে বসবাস করে আসছে। এ নিয়ে একাধিকবার সালিস বসলেও শহিদ উল্লাহ কারো কথায় কর্ণপাত না করে শাহাদাত হোসেনকে হয়রানির উদ্দেশ্যে আদালতে মামলা করেছে।
এ ব্যাপারে শহিদ উল্লাহ জানান, আমার মালিকীয় খতিয়ানভুক্ত জায়গা কম থাকায় জায়গা বুঝে নেয়ার জন্যে আদালতে মামলা দায়ের করেছি।