প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৪, ০০:০০
চরভৈরবীর বিপ্লবের মৃত্যুতে জেলা বিএনপির শোক
হাইমচর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং চরভৈরবী ইউনিয়ন বিএনপির দুইবারের সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম বিপ্লব ১২ এপ্রিল সকাল সাড়ে ৯টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ও সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিম উল্লা সেলিম।
তারা শোক বার্তায় বলেন, মরহুম মোহাম্মদ জাহিদুল ইসলাম বিপ্লব ছিলেন দলের নিবেদিত প্রাণ, দুঃসময়ের কাণ্ডারী। তার মৃত্যুতে স্বজনদের মতো আমরাও মর্মাহত ও ব্যথিত। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
চাঁদপুর জেলা বিএনপির দফতর সম্পাদক হযরত আলী ঢালী এ তথ্য নিশ্চিত করেন।