প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৪, ০০:০০
নর্দান বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান জিএম ফয়সালকে শিক্ষার্থীদের ফুলেল সংবর্ধনা
১২ এপ্রিল শুক্রবার নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধান জিএম ফয়সালের চাঁদপুরে আগমন উপলক্ষে নর্দান বিশ্ববিদ্যালয়ের চাঁদপুর জেলার টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তন ও অধ্যয়নরত শিক্ষার্থীদের সমন্বয়ে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার ইউসুফ আলী, ইঞ্জিনিয়ার মুনসুর আলম মিরাজ (রাব্বি), এনইউবি টেক্সটাইল সোসাইটির প্রতিষ্ঠাতা এডভাইজার মজিবুর রহমান রুমেল, জিএস নাঈম পাটোয়ারী সাগর, অর্গানাইজিং সেক্রেটারী তুনাজ্জিনা হোসেন মুমু, শাকিল খান ও রাজীবসহ অন্য শিক্ষার্থীবৃন্দ। শিক্ষার্থীরা ফুল দিয়ে জিএম ফয়সালকে শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের সাথে জিএম ফয়সাল গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এরপর শিক্ষার্থীরা বিভাগীয় প্রধানকে নিয়ে চাঁদপুর বড় স্টেশন, চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে মাসব্যাপী বৈশাখী মেলার অনুষ্ঠানসহ চাঁদপুর জেলার বিখ্যাত স্থানসমূহ পরিদর্শন করেন। তিনি চাঁদপুরের শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনায় মুগ্ধ হন এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি এএইচএম আহসান উল্লাহ অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারলেও তিনি ফোনে বিভাগীয় প্রধানকে অভিনন্দন জানান।