প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৪, ০০:০০
আইয়ুব আলী বেপারীর ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময়
ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও গণসংযোগ করেছেন আসন্ন চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আইয়ুব আলী বেপারী। শুক্রবার ১২ এপ্রিল বিকেলে ১২নং চান্দ্রা ইউনিয়নে তিনি দলীয় নেতা-কর্মী এবং জনসাধারণের সঙ্গে ঈদ-শুভেচ্ছা বিনিময় করেন। আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী তাঁর সাথে ছিলেন। এদিন ভাষাবীর এমএ ওয়াদুদ স্মৃতি ও ঈদুল ফিতর উপলক্ষে টিভি কাপ ডে-নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করেন তিনি।
টুর্নামেন্ট পরিচালক মমিন খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ১২নং চান্দ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খান জাহান আলী কালু পাটওয়ারী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মিয়াজী, সমাজসেবক দুলাল পাটওয়ারী, সোহরাব হোসেন রিপন পাটওয়ারী, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাক্তার ইউনুস, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিদ্দিক শেখসহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।