রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৪, ০০:০০

চাঁদপুরে মাইটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

স্টাফ রিপোর্টার ॥
চাঁদপুরে মাইটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

চাঁদপুরে দেশের অন্যতম জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল মাইটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ এপ্রিল সোমবার সকাল ১১টায় চাঁদপুর প্রেসক্লাব রোডস্থ দৈনিক চাঁদপুর খবর পত্রিকা কার্যালয়ে মাইটিভির চাঁদপুর জেলা প্রতিনিধি মুনাওয়ার কাননের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক এবং চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি সোহেল রুশদী।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আজকে মাইটিভির প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে আমি প্রথমেই মাইটিভি চেয়ারম্যান ও পরিবারকে অভিনন্দন জানাচ্ছি। মাইটিভির সফলতা কামনা করছি। মাইটিভি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে থাকে। মাইটিভি জনগণের কাছে সঠিক তথ্য ও উন্নয়নের কথা তুলে ধরে। মাইটিভির চাঁদপুর প্রতিনিধি মুনাওয়ার কাননের আয়োজনে মাইটিভির জন্মদিন উদযাপন হচ্ছে, খুবই ভালো উদ্যোগ। তিনি সফলতার সাথে চাঁদপুর জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছে।

দৈনিক চাঁদপুর খবর পত্রিকার বার্তা সম্পাদক মাওলানা আহম্মদ উল্লাহর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জনপ্রিয় অনলাইন পোর্টাল ফোকাস মোহনার সম্পাদক ও প্রকাশক মুহাম্মদ মাসুদ আলম।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন একাত্তর টেলিভিশন চাঁদপুর জেলা প্রতিনিধি আল-আমিন ভূঁইয়া, রাজনীতিক ও শিক্ষক নেতা মোঃ জাহাঙ্গীর হোসেন, কবি ও নাট্যকার জসিম মেহেদী।

অনুষ্ঠানের শুরুতে দৈনিক চাঁদপুর খবর পত্রিকার পক্ষ থেকে মাইটিভির চাঁদপুর জেলা প্রতিনিধি মুনাওয়ার কাননকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান সাংবাদিক সোহেল রুশদী। সবশেষে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ মাইটিভির প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্ডিপেন্ডেট টেলিভিশন চাঁদপুর জেলা প্রতিনিধি মনিরুজ্জামান বাবলু, এটিএন নিউজের জেলা প্রধিনিধি বিল্লাল ঢালী, বাংলা টিভির জেলা প্রতিনিধি আতিকুর রহমান রুবেল, আনন্দ টিভির জেলা প্রতিনিধি এইচএম নিজাম, দৈনিক প্রতিদিনের সংবাদ জেলা প্রতিনিধি শাহ আলম খান, সমাজকর্মী ও নাট্য সংগঠক পিএম বিল্লাল, দৈনিক সুদীপ্ত চাঁদপুর পত্রিকার সিনিয়র রিপোর্টার মোঃ মাইনুল ইসলাম, দৈনিক চাঁদপুর খবর পত্রিকার বিশেষ প্রতিনিধি মোহাম্মদ ইব্রাহীম খান প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন মাইটিভির চাঁদপুর জেলা প্রতিনিধি মুনাওয়ার কানন। তিনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়