প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৪, ০০:০০
মতলব দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করলো ১০ জন
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে মতলব দক্ষিণ উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১০ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। তারা হলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান বিএইচএম কবির আহম্মেদ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল মোস্তফা তালুকদার, সাবেক ইউপি চেয়ারম্যান ও খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মঞ্জুর হোসেন রিপন মীর ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মতলব দক্ষিণ উপজেলা শাখার আমীর আব্দুর রশিদ পাটোয়ারী।
ভাইস চেয়ারম্যান পদে ৩জন প্রার্থী তাদের মনোনয়ন দাখিল করেন। তারা হলেন : সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান শওকত আলী বাদল, উপাদী উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ শাহ আলম খান ও বিএনপি নেতা আসলাম মিয়াজী।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। তারা হলেন : উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাজমা আক্তার আঁখি, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদিকা ও জেলা মহিলা লীগের সদস্য শিলা মনি এবং সাবেক ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেত্রী ফাতেমা আক্তার।