প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৪, ০০:০০
উত্তর পিংড়ায় মুদি দোকানে চলছে জমজমাট মাদক ব্যবসা
মতলব দক্ষিণ উপজেলার উত্তর পিংড়ায় গত ক’মাস ধরে একটি মুদি দোকানে চলছে গাঁজার ব্যবসা। স্থানীয় প্রশাসনকে তোয়াক্কা না করেই আবুল কালাম প্রধান নামে এক মুদি ব্যবসায়ী তার দোকানে গাঁজার ব্যবসা করে আসছেন। তার সহযোগী হিসেবে আছেন কাবিল প্রধান, হাসান প্রধান, সাদ্দাম প্রধান, জহির প্রধান এবং তার ছেলে আমানউল্লাহ প্রধান। তারা এখান থেকে মোটা অংকের টাকার বিনিময়ে বিভিন্ন জায়গায় গাঁজা পাচার করে থাকেন। এতে করে এলাকার মেধাবী সন্তান ও যুব সমাজ ধ্বংস হচ্ছে। এ ব্যাপারে এলাকার গণ্যমান্য লোকজন প্রতিবাদ করলে তাদেরকে অকথ্য ভাষায় গালাগাল দেন এবং মেরে ফেলার হুমকি দেন। বিগত কয়েক মাস পূর্বে পাশের গ্রামের দিঘলদীর এক লোক প্রতিবাদ করলে তাকে এলোপাতাড়ি মারধর করে। এ ব্যাপারে এলাকার সুশীল সমাজ স্থানীয় প্রশাসনের নিকট সুষ্ঠু বিচার দাবি করেন।