শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ৩০ আগস্ট ২০২১, ০০:০০

হাজীগঞ্জ রোটারী ক্লাবের নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর
পাপ্পু মাহমুদ ॥

হাজীগঞ্জ রোটারী ক্লাবের ২০২১-২২ রোটারী বর্ষের কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। শনিবার সন্ধ্যায় রোটারী সেন্টারে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিদায়ী কমিটি থেকে দায়িত্ব বুঝে নেয় নতুন কমিটি। এ সময় ক্লাবের সদস্যগণ উপস্থিত ছিলেন।

ক্লাবের বিদায়ী প্রেসিডেন্ট রোটাঃ মাসুদ ইবনে মিজান নিশানের কাছ থেকে নূতন প্রেসিডেন্ট রোটাঃ মানিক রায় দায়িত্ব বুঝে নিয়ে কলার গ্রহণ করেন। অন্যদিকে বিদায়ী সেক্রেটারী রোটাঃ খোরশেদ আলম শাওনের কাছ থেকে ক্লাবের দায়িত্ব বুঝে নিয়ে কলার গ্রহণ করেন নূতন সেক্রেটারী রোটাঃ জাকির মিয়াজী।

রোটাঃ মাসুদ ইবনে মিজান নিশানের বিদায়ী বক্তব্যের পর স্বাগত বক্তব্য রাখেন নবাগত প্রেসিডেন্ট মানিক রায়। এরপরই প্রেসিডেন্ট-সেক্রেটারীদের কলার বদল হয়। এ সময় ক্লাবের সদস্যরা করতালির মাধ্যমে তাদের অভিনন্দন জানান।

দায়িত্ব হস্তান্তর ও কলার বদল অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা ৩২৮২-এর এডিশনাল লেফটেন্যান্ট গভর্নর রোটাঃ পিপি বিএম আহসান কলিম পিএইচএফ। গভর্নর স্পেশাল এইড রোটা পিপি আলী আশরাফ দুলাল পিএইচএফ-এর পরিচালনায় আরো বক্তব্য রাখেন রোটাঃ পিপি রুহি দাস বণিক, রোটাঃ পিপি গৌতম সাহা, রোটাঃ পিপি জাফর আহমেদ, রোটাঃ পিপি আশফাকুল আলম চৌধুরী, প্রেসিডেন্ট ইলেক্ট রোটাঃ দেলোয়ার হোসেন মুন্সি, রোটাঃ আব্দুল হান্নান, রোটাঃ যুগল কৃষ্ণ হালদার, রোটাঃ আজাদ রহমান মাসুদ মজুমদার, রোটাঃ প্রাণ কৃষ্ণ সাহা, রোটাঃ শফিকুর রহমান মীর, রোটাঃ জাকির হোসেন লিটু ও রোটাঃ এস এম মানিক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটাঃ তোফায়েল আহমেদ, ট্রেজারার রোটাঃ মোঃ জাহাঙ্গীর হোসেন, রোটার‌্যাক্ট প্রেসিডেন্ট উম্মে হানি মুক্তা ও সেক্রেটারী সুজন দাস।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন রোটা পিপি জাফর আহমেদ ও গীতা পাঠ করেন রোটাঃ পিপি গৌতম সাহা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়