রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০১ এপ্রিল ২০২৪, ০০:০০

ইকবাল হোসেন হাওলাদার লামচরি উচ্চ বিদ্যালয়ের সভাপতি

মুহাম্মদ আরিফ বিল্লাহ ॥
ইকবাল হোসেন হাওলাদার লামচরি উচ্চ বিদ্যালয়ের সভাপতি

মতলব দক্ষিণ উপজেলার লামচরি উচ্চ বিদ্যালয়ের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন হাওলাদার। ৩১ মার্চ দুপুরে তাকে সভাপতি হিসেবে ঘোষণা করেন নির্বাচনের প্রিজাইডিং অফিসার ও মতলব দক্ষিণ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ গাউছুল আজম পাটওয়ারী। এর পূর্বে নির্বাচিত সদস্যদের মতামতের জন্যে ইকবাল হোসেন হাওলাদারের নাম সভাপতি পদে প্রস্তাব করেন বিদ্যালয়ের অভিভাবক সদস্য মোঃ আমিনুল ইসলাম মোহন ও সমর্থন করেন অভিভাবক সদস্য গৌতম চন্দ্র রায়। সভাপতি পদে একাধিক প্রার্থী না থাকায় ইকবাল হোসেন হাওলাদারকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কমিটির সদস্য সচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সানাউল্লাহ প্রধান, অভিভাবক সদস্য হরি কমল মল্লিক, হুমায়ুন কবির, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য ফাতেমা আক্তার, শিক্ষক প্রতিনিধি অমল গোলদার, মোঃ ইসমাইল হোসেন, খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মজিদ প্রধান, ইউপি সদস্য কাউছার প্রধান, জসিম উদ্দিন প্রধান, মোস্তফা খন্দকার, মোঃ আলী আক্কাস মিয়াজী, সাবেক মেম্বার মোজাম্মেল হক মিয়াজী, যুবলীগ নেতা সোহেল রানা মাসুম, শহিদ প্রধান, ইউনুস সরকার, আবু সাঈদ কাজী, মাসুদ প্রধান, মামুন প্রধানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিদ্যালয়ের শিক্ষকরা। নবনির্বাচিত সভাপতিকে বিদ্যালয়ের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবক সদস্যবৃন্দ।

নবনির্বাচিত সভাপতি ইকবাল হোসেন হাওলাদার উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমাকে সভাপতি নির্বাচিত করায় চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিদ্যালয়ের উন্নয়নে কাজ করতে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়