প্রকাশ : ১১ মার্চ ২০২৪, ০০:০০
শাহরাস্তিতে দুটি উপ-নির্বাচনে শহীদ কাউন্সিলর ও কামরুল মেম্বার নির্বাচিত
শাহরাস্তি পৌরসভার ৩নং ওয়ার্ড উপ-নির্বাচনে মোঃ শহিদুল ইসলাম (পাঞ্জাবি প্রতীক) কাউন্সিলর ও সূচীপাড়া উত্তর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে কামরুল ইসলাম মোল্লা (মোরগ প্রতীক) মেম্বার নির্বাচিত হয়েছেন। ৯ মার্চ শনিবার সম্পন্ন হওয়া নির্বাচনে তারা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
জানা যায়, পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মুকবুল হোসেন ও সূচীপাড়া উত্তর ইউনিয়নের ৬নং ওয়ার্ড সদস্য (মেম্বার) মোঃ ছালে আহম্মদের মৃত্যুর পর ওই দুটি স্থানে এ উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। কঠোর নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
নির্বাচনে পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর পদে ৩ জন প্রার্থী অংশগ্রহণ করেন। এতে মোঃ শহিদুল ইসলাম (পাঞ্জাবি প্রতীক) ৭৪৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ জসিম উদ্দিন (উটপাখি) ৬৪৬ ভোট পান।
সূচীপাড়া উত্তর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের উপ-নির্বাচনে সদস্য পদে ৩জন প্রার্থী অংশগ্রহণ করেন। এতে কামরুল ইসলাম মোল্লা (মোরগ প্রতীক) ৪৯৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ ফজলুল হক পাটোয়ারী ফুটবল প্রতীকে ২৭৮ ভোট পেয়েছেন।