প্রকাশ : ০৯ মার্চ ২০২৪, ০০:০০
রামচন্দ্রপুরে মুক্তিযোদ্ধা নাছির উদ্দীন পাটোয়ারীর ইফতার বিতরণ
৮ মার্চ শুক্রবার চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। সমাজ সেবক ও দানবীর বীর মুক্তিযোদ্ধা মোঃ নাছির উদ্দীন (লাতু) পাটোয়ারী এলাকার অসহায় পরিবারের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন শাহাদাত হোসেন পাটোয়ারী, তৌহিদুল ইসলাম পাটোয়ারী, ওয়াহিদ পাটোয়ারী প্রমুখ।
উল্লেখ্য, তিনি প্রতি বছর ইফতার, ঈদ সামগ্রী ও কাপড় দিয়ে থাকেন। এমনকি নিজেদের সম্পত্তিতে গণকবরস্থান নির্মাণ করেছেন।
তিনি বলেন, আমার মৃত্যুর আগ পর্যন্ত এলাকার অসহায় মানুষের পাশে থেকে সাহায্য সহায়তা করে যাবো। এমনকি আমার মৃত্যুর পরেও যেন আমার এ কার্যক্রম আমার আত্মীয়-স্বজন ও আমার সন্তানরা করে যায় আমি তাদেরকে বলে যাবো।