প্রকাশ : ০৯ মার্চ ২০২৪, ০০:০০
৬ কেজি গাঁজাসহ আটক ১
চাঁদপুর ত্রি-নদীর মিলনস্থল থেকে থেকে ৬ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ একজনকে আটক করেছে কোস্টগার্ড। গোপন সংবাদের ভিত্তিতে ৮ মার্চ শুক্রবার আনুমানিক দুপুরে বাংলাদেশ কোস্টগার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক স্টেশন কমান্ডার লেঃ কাজী আকিব আরাফাতের নেতৃত্বে চাঁদপুর মোলহেড এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন একজন ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যগণ উক্ত ব্যক্তির ব্যাগ তল্লাশি করে ৬ কেজি ২০০ গ্রাম গাঁজা জব্দ ও মাদক ব্যবসায়ী মোঃ জাকির হোসেন (৩৯)কে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী কুমিল্লা জেলার লাকসাম থানার পলাশপুর গ্রামের বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি কোস্টগার্ডকে জানায়, জব্দকৃত গাঁজা কুমিল্লা থেকে বিক্রির উদ্দেশ্যে চাঁদপুর হয়ে ট্রলারযোগে চাঁদপুরের আলুবাজার ফেরিঘাট নিয়ে যাচ্ছিল। পরে আটককৃত ব্যক্তি ও জব্দকৃত গাঁজা চাঁদপুর মডেল থানায় হস্তান্তর করা হয়।