প্রকাশ : ০৯ মার্চ ২০২৪, ০০:০০
চেড়িয়ারা স্কুল এন্ড কলেজ
শাহরাস্তির সূচীপাড়া উত্তর ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চেড়িয়ারা স্কুল এন্ড কলেজে বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে ঐতিহাসিক ৭ মার্চ দিবস উদযাপিত হয়েছে। আয়োজনের মধ্যে ছিল কোরআন তেলাওয়াত, গীতা পাঠ, জাতীয় সংগীত পরিবেশন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। কলেজ মিলনায়তনে সকাল ১১টায় অধ্যক্ষ তাপস কুমার দত্তের সভাপতিত্বে এবং বাংলা বিভাগের প্রভাষক ইসমাইল হোসেনের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের পরিচালনা পর্ষদের সদস্য ওমর ফারুক, নিজাম মীর মজুমদার ও সমাজসেবক হারুন ষষ্ঠী। বক্তব্য প্রদান করেন সূচীপাড়া ডিগ্রি কলেজের সাবেক সহকারী অধ্যাপক ও কলেজের একাডেমিক এডভাইজার মোঃ আবুল কালাম, প্রভাষক রত্না রাণী নাথ ও শিক্ষার্থী মাজহারুল ইসলাম। উপস্থিত ছিলেন প্রভাষক সাদিয়া আফরিন, মোঃ আলী, মোঃ শাহজামাল, রেহানা আক্তার, সোনিয়া আক্তার, রিক্তা রাণী নাথ, ইসমাইল হোসেন ও শামসুদ্দীন। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।