শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ০৮ মার্চ ২০২৪, ০০:০০

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে চাঁদপুর পৌর আওয়ামী লীগের আলোচনা সভা

গোলাম মোস্তফা ॥
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে চাঁদপুর পৌর আওয়ামী লীগের আলোচনা সভা

‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ এ শ্লোগানে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে চাঁদপুর পৌর আওয়ামী লীগের আয়োজনে গতকাল বিকেলে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চাঁদপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আমিনুর রহমান বাবুলের সভাপতিত্বে ও জেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক আঃ হান্নান সবুজের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী। তিনি বলেন, ১৯৭১ সালে ঢাকার ঐতিহাাসিক রেসকোর্স ময়দান বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যানে ৭ মার্চ বঙ্গবন্ধু যে ভাষণ দিয়েছিলেন সেই ভাষণেই বাঙালি স্বাধীনতার ঘোষণা পেয়েছে। সেদিনের ১৮ মিনিটের ভাষণ শুনে বাঙালি জাতি পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে দেশমাতৃকাকে স্বাধীন করতে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পরেন। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ইউনেস্কো শ্রেষ্ঠ ভাষণ হিসেবে স্বীকৃতি দিয়েছে। তাই আমাদের উচিত নতুন প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরে স্বাধীনতার প্রকৃত ইতিহাস তাদেরকে জানাতে হবে। সেদিন মুক্তিকামী মানুষ পাকিস্তানী হানাদারদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করে। আমাদের স্বাধীনতা, মানচিত্র ও পতাকা নিয়ে স্বড়যন্ত্র চলছে। জামাত-শিবিরসহ বিএনপি শক্তি সরকারকে বেকায়দায় ফেলতে এখনো কাজ করে যাচ্ছে। তাই আমাদের সতর্ক থাকতে হবে।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডঃ মুজিবুর রহমান ভূঁইয়া, কৃষি বিষয়ক সম্পাদক অজয় কুমার ভৌমিক, উপ-দপ্তর সম্পাদক পিপি অ্যাডঃ রনজিত রায় চৌধুরী, জেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডঃ হেলাল হোসাইন, জেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক মোহাম্মদ আলী মঝি, জাতীয় শ্রমিক লীগ চাঁদপুর জেলা শাখার যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, সদর উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি শাহ আলম ফুটন, সদর থানা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মুকবুল হোসেন মিয়াজী, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আনোয়ার হোসেন হাওলাদার, জেলা যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক নাজমা আলম, জেলা মৎস্য শ্রমিক লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ আলম মল্লিক, চাঁদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি সোহেল বেপারী প্রমুখ।

এর পূর্বে চাঁদপুর পৌর আওয়ামী লীগের উদ্যোগে সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক এবং চাঁদপুর সরকারি কলেজ মাঠে স্থাপিত বঙ্গবন্ধু মুর‌্যালে শ্রদ্ধা নিবেদন করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়