প্রকাশ : ০৮ মার্চ ২০২৪, ০০:০০
শাহতলী জিলানী চিশতী কলেজে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী জিলানী চিশতী কলেজ, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৭ মার্চ বৃহস্পতিবার সকাল ১০টায় কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজ গভর্নিংবডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কলেজ গভর্নিংবডির সদস্য মোঃ আবুল কালাম আজাদ ও জিলানী চিশতী কলেজের জ্যেষ্ঠ প্রভাষক মোঃ জহিরুল ইসলাম খান মুরাদের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোহসিন উদ্দিন, জিলানী চিশতী কলেজের সহকারী অধ্যাপক মোঃ কামরুল হাসান, জ্যেষ্ঠ প্রভাষক মোঃ হানিফ মিয়া, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ শাহাদাত হোসেন, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ নূরুজ্জামান, সিনিয়র শিক্ষিকা রুবিনা আক্তার, জিলানী চিশতী কলেজের প্রভাষক মোঃ মানিক মিয়া, মোঃ ইদ্রিস আলী, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসাঃ তহমিনা আক্তার, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা ফাহিমা জাহান, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ দিদার হোসেন মিজি।
উপস্থিত ছিলেন জিলানী চিশতী কলেজের জ্যেষ্ঠ প্রভাষক মাওলানা ছোহাইল আহমাদ চিশতী, সিনিয়র প্রভাষক নূরুন্নাহার বেগম মুক্তা, প্রভাষক মোঃ হাবিবুর রহমান, মোঃ মাহবুবুর রহমান, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাবেয়া আক্তার, মাওঃ শহিদুল ইসলাম, লুৎফুর রহমান, বিপুল চন্দ্র নন্দী, সাইফুল ইসলাম, গিয়াসউদ্দিন, সুমন চন্দ্র সরকার, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা আব্দুল মান্নান, দীপঙ্কর দে, নেছার আহমেদ খান, জিলানী চিশতী কলেজের লাইব্রেরী শিক্ষক নাছরীন আক্তারসহ অন্যরা।
৭ মার্চের ভাষণ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করেন গভর্নিংবডির চেয়ারম্যান সোহেল রুশদীসহ অতিথিবৃন্দ। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ মোঃ হারুন-অর রশিদ।