প্রকাশ : ২৭ আগস্ট ২০২১, ০০:০০
শাহরাস্তিতে আওয়ামী লীগ নেতা হামলার শিকার হয়ে অপরাধীদের বিরুদ্ধে মামলা করে বিপাকে পড়েছেন। বর্তমানে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। ঘটনার বিবরণে জানা যায়, শাহরাস্তি উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোঃ জাহাঙ্গীর আলমের ওপর ঐ এলাকার জনৈক জীবন তার বাহিনী নিয়ে গত ২৭ জুলাই রাতে হামলা চালায়। এতে জাহাঙ্গীর আলম গুরুতর অসুস্থ হয়ে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি হন।
হামলার এক পর্যায়ে এলাকাবাসী ঘটনাস্থল থেকে চাঁদপুর সদরের তরপুরচণ্ডী এলাকার ইসমাইল খানের ছেলে মোঃ নাজমুল খান, একই এলাকার বাচ্চু বেপারীর ছেলে মোঃ নাজমুল ও শাহরাস্তি উপজেলার দৈকামতা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে শফিউল ইসলাম স্বাধীন ও তাদের ব্যবহত একটি পিকআপ ভ্যান আটক করে। শাহরাস্তি থানা পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে অপরাধীদের আটক করে থানায় নিয়ে আসে ও পিকআপ ভ্যানটি জব্দ করে। পরদিন তাদের বিরুদ্ধে মামলা হলে তাদেরকে কোর্টে প্রেরণ করা হয়।
ঘটনার সময় জীবন পালিয়ে যেতে সক্ষম হয়। ঘটনার সময় উপস্থিত থাকা দৈকামতা গ্রামের মোঃ মহিন উদ্দিন জরুরি কাজে চাঁদপুর গেলে তাকে আসামী পক্ষের লোকজন জোরপূর্বক বাস থেকে নামিয়ে নিতে চেষ্টা করে। গাড়ি চালকের সহায়তায় সে রক্ষা পায়। এ বিষয়ে ১৭ আগস্ট মহিন উদ্দিন শাহরাস্তি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে জাহাঙ্গীর আলম জানান, তিনি মামলা করে বিপাকে পড়েছেন। তিনি প্রতিটি মুহূর্তে আতঙ্কে ভুগছেন। তিনি জানান, আসামীরা তাকে গুম করতে চেয়েছেন। তারা দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা করেন। বর্তমানে আসামীরা তাকে প্রাণ নাশের হুমকি ধমকি দিয়ে আসছে। বর্তমানে জাহাঙ্গীর আলম ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে তিনি জানান। আসামী পক্ষের লোকজন প্রতিনিয়ত তার উপর নজর রাখছেন। তিনি উক্ত মামলার প্রধান আসামীসহ বহিরাগত আসামীদের শাস্তির দাবি করেন।