প্রকাশ : ২৬ আগস্ট ২০২১, ০০:০০
ফরিদগঞ্জে জলাশয় নির্বাচন ও পোনা মাছ ক্রয় কমিটি এবং জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১-এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ আগস্ট বুধবার দুপুরে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে আয়োজিত এই সভায় ইউএনও শিউলী হরির সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার রুমা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহদুদুল হাসান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ মনির উজ্জামান, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস ছোবহান লিটন, এআরডিও কাউছার হোসেন প্রমুখ। সভায় স্বাস্থ্যবিধি মেনে জাতীয় মৎস্য সপ্তাহ পালন করার জন্যে সিদ্ধান্ত গৃহীত হয়।