প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৪, ০০:০০
মতলবের নওগাঁও গ্রামে আমেরিকা প্রবাসী আনোয়ারা মজুমদারের শীতবস্ত্র বিতরণ
মতলব দক্ষিণ উপজেলার নওগাঁও গ্রামের আমেরিকা প্রবাসী আনোয়ারা মজুমদারের উদ্যোগে গরীব অসহায় দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। গত ১১ জানুয়ারি বিকেলে নওগাঁও গ্রামের মজুমদার বাড়িতে এ শীতবস্ত্র বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য এবং আনোয়ারা মজুমদারের ছেলে সাব্বির মজুমদার।
এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মঞ্জুরুল ইসলাম, সমাজসেবক বাবু মজুমদার, মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম সারওয়ার সেলিম, সাবেক সভাপতি ইকবাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মাহফুজ মল্লিক, রোটাঃ রেদওয়ান আহমেদ জাকির, উপাদী উত্তর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য গোলন্দাজ মোস্তফা কামাল, ২নং ওয়ার্ড ইউনিয়ন পরিষদের সদস্য মামুন তালুকদার, নওগাঁও উচ্চ বিদ্যালয়ের সদস্য ফয়েজ মোল্লা, যুবলীগ নেতা আলম শেখ প্রমুখ।
উল্লেখ্য, আনোয়ারা মজুমদারের উদ্যোগে শতাধিক গরীব অসহায় দুঃস্থের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল, চাদর, সুয়েটার, মাফলার ও কানটুপি বিতরণ করা হয়।