শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৩, ০০:০০

পশ্চিম সুজাতপুরে নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

মাহবুব আলম লাভলু ॥
পশ্চিম সুজাতপুরে নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ আসনে আপনারা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমকে নৌকা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করুন। দাদার সাথে কথা বলে মতলবের খেলার মানোন্নয়ন করতে ভালো মানের একটি স্টেডিয়ামের ব্যবস্থা করা হবে। আমিও একজন ক্রীড়াপ্রেমিক। আমি অনূর্ধ্ব-১৬ দলে চান্স পেয়েছিলাম। কিন্তু রাজনৈতিক আর পড়াশোনার কারণে খেলা হয়নি।

শুক্রবার সন্ধ্যায় মতলব উত্তর উপজেলার পশ্চিম সুজাতপুরে নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনকালে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক উপ-কমিটির সদস্য ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ব্যারিস্টার আশফাক চৌধুরী মাহি এ কথা বলেন।

তিনি আরো বলেন, মতলবের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া ক্লাবে গাড়ি দিয়ে খেলার সামগ্রী পৌঁছে দিয়েছি। আমি কথা দিলাম, চাঁদপুর-২ আসনে নৌকাকে বিজয়ী করলে আরও দ্বিগুণ খেলার সামগ্রী দিবো। কারণ, খেলাধুলা মনের বিকাশ ঘটায়। নিয়মিত খেলাধুলা করলে মাদক থেকে দূরে থাকা যায়।

ইসলামাবাদ ইউপির সাবেক চেয়ারম্যান সাজেদুল হোসেন বাবু বাতেনের সভাপতিত্বে ও জেলা ছাত্রলীগের সহ-সভাপতি এসএম সেলিম রেজার পরিচালনায় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য রিয়াজুল হাসান রিয়াজ, ইউনিয়ন যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান আরমান মুন্সি, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক তামজিদ সরকার রিয়াদ প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়