শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৩, ০০:০০

অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে লাঙ্গল প্রতীককে বিজয়ী করুন

------অ্যাডঃ মহসীন খান

গোলাম মোস্তফা ॥
অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে লাঙ্গল প্রতীককে বিজয়ী করুন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ আসনে জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল মার্কার প্রার্থী অ্যাডঃ মোঃ মহসিন খান বলেছেন, অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে লাঙ্গল প্রতীকের প্রার্থীকে আগামী ৭ জানুয়ারি ভোট দিয়ে বিজয়ী করুন।

তিনি এ আসনের জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দেশের আজকে যা উন্নয়ন আপনারা দেখছেন তা সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের হাত ধরে হয়েছিলো। তাঁর শাসনামলের উন্নয়নের পথ ধরে আজকে দেশ বিশ্বের অন্যতম উন্নয়ন রাষ্ট্রে পরিণত হয়েছে। অথচ ১৯৯০ সালে জাতীয় পার্টি রাষ্ট্র ক্ষমতা হস্তান্তরের পর দেশে যে সকল সরকার দেশ পরিচালনা করছে তারা শুধু নিজেদের ভাগ্য উন্নয়ন ছাড়া আর কোনো উন্নয়ন করেনি। তাই দেশকে এগিয়ে নিতে আগামী ৭ জানুয়ারি লাঙ্গল মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।

তিনি গতকাল চাঁদপুর সদর উপজেলার রামপুর ও শাহমাহমুদপুর ইউনিয়নে গণসংযোগ ও পথসভায় উপরোক্ত কথাগুলো বলেন।

এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম সিরু মিজি, জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় কমিটির সাবেক প্রাদেশিক বিষয়ক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম খান, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাংগঠনিক সম্পাদক এইচএম শাহরিয়ার, জেলা জাতীয় ছাত্র সমাজের আহ্বায়ক শরীফ হোসেন পাটোয়ারী, রামপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আলম তালুকদার, সহ-সভাপতি গফুর মিজি, সাধারণ সম্পাদক ইকবাল তালুকদার, রামপুর ইউনিয়ন যুব সংহতির আহ্বায়ক শাওন পাটোয়ারী, শাহমাহমুদপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি বাবুল মিজি, সাধারণ সম্পাদক জসিম হাজী প্রমুখ।

এ সময় তিনি উক্ত দুটি ইউনিয়নের বিভিন্ন বাজার ও এলাকায় গণসংযোগ এবং বেশক’টি পথসভা করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়